এই সেই হোটেল, যেখানকার বাথটাবের জলে ডুবে মৃত্যু হয় `শ্রী`র
গিয়েছিলেন ভাগ্নের বিয়েতে। বিয়ের অনুষ্ঠানের কটাদিন বেশ ভালোই কেটেছিল। বিয়ে কেটে গেলে পরিবারের অন্যান্যরা মুম্বই ফিরে আসেন। তবে দুবাইয়ের জুমেরিয়াহ এমিরেটস টাওয়ার হোটেলে একাই থেকে যান 'শ্রী'। আর সেখানেই যে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে তখন কেই বা জানত! এটাই সেই জুমেরিয়াহ এমিরেটস টাওয়ার হোটটেল। (ছবি সৌজন্য : জুমেরিয়াহ ডট কম)
সূত্রের খবর শেষ তিনদিন জুমেরিয়াহ এমিরেটস টাওয়ার হোটেলের ঘর থেকে বের হন নি শ্রীদেবী। কেন তিনি নিজেকে বন্দি রেখেছিলেন? সে প্রশ্ন থেকেই যাচ্ছে। (ছবি সৌজন্য : জুমেরিয়াহ ডট কম)
জুমেরিয়াহ এমিরেটস টাওয়ার হোটেলে স্পা-এর জন্য রয়েছে এই ভাসমান পুল। (ছবি সৌজন্য : জুমেরিয়াহ ডট কম)
জুমেরিয়াহ এমিরেটস টাওয়ারে স্পা-এর জন্য রয়েছে এমন বিশেষ বাথটাব। (ছবি সৌজন্য : জুমেরিয়াহ ডট কম)
এই জুমেরিয়াহ এমিরেটস টাওয়ার হোটেলের বিলাসবহুল রয়্যাল স্যুইটে বাথরুম। এমনই এক বাথরুমের বাথটাবের জলে ডুবে মৃত্যু হয় শ্রীদেবীর। (ছবি সৌজন্য : জুমেরিয়াহ ডট কম)
হোটেলের ঘরে রয়েছে সমস্ত রকম আধুনিক বিলাসবহুল সুযোগ সুবিধা। (ছবি সৌজন্য : জুমেরিয়াহ ডট কম)
জুমেরিয়াহ এমিরেটস টাওয়ার হোটেলের মধ্যে রয়েছে এমনই বিলাসবহুল সুইমিং পুল। (ছবি সৌজন্য : জুমেরিয়াহ ডট কম)
জুমেরিয়াহ এমিরেটস টাওয়ার হোটেলের বিলাসবহুল রয়্যাল স্যুইটের ছবি (ছবি সৌজন্য : জুমেরিয়াহ ডট কম)
জুমেরিয়াহ এমিরেটস টাওয়ার হোটেলের বিলাসবহুল রয়্যাল স্যুইটের রয়েছে এমনই বৈঠকখানা (ছবি সৌজন্য : জুমেরিয়াহ ডট কম)
জুমেরিয়াহ এমিরেটস টাওয়ার হোটেলের বিলাসবহুল এমনই কোনোও রয়্যাল স্যুইটে ছিলেন বলিউডের চাঁদনি। (ছবি সৌজন্য : জুমেরিয়াহ ডট কম)