`৪৬ কোটি টাকা তছরুপ করেছে অর্জুন`, বিস্ফোরক জ্যোতিপ্রিয়
নিজস্ব প্রতিবেদন : 'চেয়ারম্যান থাকাকালীন ৪৬ কোটি টাকা তছরুপ করেছে। ওসব থেকে বাঁচার জন্যই এসব করছে।' ঠিক এভাবেই চাঁছাছোলা ভাষায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে তোপ দাগলেন জ্যোতিপ্রিয় মল্লিক।
এদিন জ্যোতিপ্রিয় বলেন, "অর্জুনকে কেউ ছোঁবে না। ও কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার জন্য এসব করছে। লাইমলাইটে আসার জন্য। ও চেয়ারম্যান থাকাকালীন ৪৬ কোটি টাকা তছরুপ করেছে। ওসব থেকে বাঁচার জন্যই এসব করছে।"
আরও বলেন, "আমাদেরও এক বড় নেতাকে মন্ত্রী করার জন্য অনেক দৌড়াদৌড়ি করেছিল কৈলাস বিজয়বর্গীয়। এখন অর্জুনকে কেন্দ্রীয় মন্ত্রী করার জন্য এসব করেছে।"
জ্যোতিপ্রিয় মল্লিক এদিন জানান, ২৩ জুন 'ভাটপাড়া চলো' অভিযান হবে। তাঁর দাবি, "ভাটপাড়ার মানুষ অর্জুন সিংয়ের উপর ক্ষিপ্ত হয়ে আছে। তাই ব্যারাকপুরে আবার ভোট হবে। আর অর্জুন সিং হারবেন। জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "বারাকপুরে আবার ভোট হবে। ও হারবে।"
প্রসঙ্গত, এদিন কৈলাস বিজয়বর্গীয় অভিযোগ করেন যে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংকে খুনের চক্রান্ত চলছে। তারই পাল্টা এবার তোপ দাগলেন জ্যোতিপ্রিয় মল্লিক।