এক চার্জেই ১৫০ কিমি, দেখতেও ফাটাফাটি, লঞ্চ করল ই-বাইক KM 3000 ও KM 4000

Sat, 13 Mar 2021-10:33 pm,

নিজস্ব প্রতিবেদন: পেট্রোল-ডিজেলের দাম আকাশ ছুঁয়েছে। পাল্লা দিয়ে বাড়ছে বিকল্প জ্বালানির যানের জনপ্রিয়তা। ভারতেও লঞ্চ করছে একের পর এক ই-যান। এবার ই-বাইক আনল গোয়ার স্টার্টআপ সংস্থা কবীরা মোবিলিটি। 

KM 3000 ও KM 4000 নামে দুটি বাইক বাজারে এনেছে কবীরা মোবালিটি। সংস্থার দাবি, একবার চার্জ দিলে ১৫০ কিলোমিটার চলে এই ই-যান। 

Kabira KM 400 নর্মাল ও স্পোর্টস রাইডিংয়ে চলে। কোম্পানির দাবি, স্পোর্টস মোডে একবার চার্জে ৯০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। ঘণ্টায় সর্বোচ্চ গতি ১২০ কিলোমিটার। আরও একটা বিষয়, ৩.৩ সেকেন্ডে এই বাইক ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে পৌঁছতে সক্ষম। 

দু'ধরনের চার্জের ব্যবস্থা রয়েছে। E Mode-এ বাইক ফুল চার্জ হতে সময় লাগবে ৬ ঘণ্টা ৩০ মিনিট। আর একটি Boost Mode। এতে ৫০ মিনিটে ৮০ শতাংশ চার্জ হবে ব্যাটারির। ইউনিভার্সাল টাইপ ২ চার্জারে চার্জ করা যাবে।            

দুটি বাইকে ব্যবহৃত হয়েছে লিথিয়ম আয়ন (LFP) ব্যাটারি। KM 3000-র দাম ১,২৬,৯৯০ টাকা। KM 4000-র দাম ১,৩৬,৯৯০ টাকা।    

ই-বাইকটির লুকও তেমন ফাটাফাটি। কোম্পানির দাবি, লঞ্চিং হওয়ার পর ৪ দিনে ৫ হাজার বুকিং হয়ে গিয়েছে।     

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link