`কদলিবালা` থেকে `উমা বৌদি` সব চরিত্রেই পারফেক্ট স্বস্তিকা
স্বস্তিকা মুখোপাধ্যায়, টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই নাম অতি পরিচিত। তবে শুধু অভিনয় নয়, স্টাইল স্টেটমেন্টেও স্বস্তিকার জুড়ি মেলা ভার।
স্বস্তিকা তাঁর অভিনয় জীবন শুরু করেছিলেন 'দেবদাসী' নামে এক টেলি ধারাবাহিকের মাধ্যমে। পরবর্তীকালে তাঁর অভিনীত 'এক আকাশের নীচে', 'প্রতিবিম্ব' এই ধারাবাহিকগুলি বেশ জনপ্রিয়তা অর্জন করে।
২০০৩ সালে উর্মি চক্রবর্তীর পরিচালনায় 'হেমন্তের পাখি' ছবি দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন স্বস্তিকা। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যায় পরমব্রত চট্টোপাধ্যায়কে।
এর পর রবি কিনাগীর 'মাস্তান', বিরেশ চট্টোপাধ্যায়ের 'তবু ভালোবাসি', কৌশিক গাঙ্গুলির 'ব্রেক ফেল', বিরসা দাশগুপ্তের 'জিরো থার্টি থ্রি', সুব্রত সেনার 'নন্দিনী', অনীক দত্তের 'ভূতের ভবিষ্যৎ', মৈনাক ভৌমিকের 'আমি আর আমার গার্লফ্রেন্ড', 'টেক ওয়ান' সৃজিত মুখোপাধ্যায়ের 'মিশর রহস্য', 'জাতিস্মর' সহ একাধিক সিনেমায় অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন স্বস্তিকা।
ঘরোয়া গৃহিনী হোক কিংবা বোল্ড কোনোও চরিত্র, সবেতেই পারফেক্ট স্বস্তিকা মুখোপাধ্যায়।
সম্প্রতি 'হৈচৈ'-এর 'দুপুর ঠাকুরপো' ওয়েব সিরিজে উমা বৌদি চরিত্রে নজর কেড়েছেন স্বস্তিকা। তাঁর এই চরিত্রটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।
অনীক দত্তের 'ভূতের ভবিষ্যৎ'-এ কদলিবালা চরিত্রে অসম্ভব অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন স্বস্তিকা।
সম্প্রতি, মীরের বিপরীতে 'মাইকেল' ছবিতে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়। ৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।
বিখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী সাগর সেনের ছেলের প্রমিত সেনের সঙ্গে বিয়ে হয় স্বস্তিকার। পরে সেই বিয়ে ভাঙার পরই অভিনয় জীবন শুরু করেন।
ইন্ডাস্ট্রিতে একাধিক জনের সঙ্গে নামও জড়িয়েছে স্বস্তিকার। কখনও পরমব্রত, কখনও বা জিৎ, কখনও আবার সৃজিত কিংবা শিলাজিৎ একাধিক জনের সঙ্গে তাঁর ডেট করার খবর শোনা গেছে।
তবে শুধু বাংলা ছবিতেই নয়, 'মুম্বই কাটিং' ছবির মাধ্যমে বলিউডেও ডেবিউ করে ফেলেছেন স্বস্তিকা।
শোনা যাচ্ছে খুব শীঘ্রই আরও একটি বলিউডের ছবিতে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে।