`কোনও দূরত্ব নেই, মতুয়ারা অন্য কোথাও যাবেন না`, ঠাকুরবাড়িতে শান্তনুর সঙ্গে বৈঠকে বিজয়বর্গীয়
নিজস্ব প্রতিবেদন : ঠাকুরনগর ঠাকুরবাড়িতে কৈলাস বিজয়বর্গীয়। ঠাকুরবাড়িতেই শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক করছেন কৈলাস বিজয়বর্গীয়। বৈঠকে উপস্থিত রয়েছেন শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর, মঞ্জুলকৃষ্ণ ঠাকুর।
বৈঠক শুরু হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৈলাস বিজয়বর্গীয় বলেন, শিষ্টাচারের জন্যই এই বৈঠক।
আরও বলেন, "নাগরিকত্ব নিয়ে রাজ্যের সঙ্গে কথা বলার কোনও বাধ্যকতা নেই। রাজ্য সরকার সহযোগিতা করলেও লাগু হবে। না হলেও লাগু হবে। আর পশ্চিমবঙ্গে এনআরসির কথা বলা হয়নি। পশ্চিমবঙ্গে সিএএ লাগু হবে।"
নাগরিকত্ব আইন প্রসঙ্গে মতুয়ারা কী ভাবছেন, এপ্রসঙ্গে কৈলাস বিজয়বর্গীয় বলেন, "এটা শান্তনু ঠাকুরই বলতে পারবেন। আমি কিছু বলতে পারব না।" একইসঙ্গে তাঁর আরও দাবি, "মতুয়া সমাজকে বিজেপি যা দিয়েছে, তাঁরা অন্য কোথাও যাবেন না।"
পাশাপাশি, শান্তনু ঠাকুরের সঙ্গে বিজেপির দূরত্ব প্রসঙ্গকেও গুজব বলে উড়িয়ে দেন তিনি। বলেন, "শান্তনু ঠাকুর আমাদের একজন কর্মকর্তা। তাঁর সঙ্গে কোনও দূরত্ব নেই। বিরোধীরা এসব ছড়াচ্ছে।"