বলিউডে যৌন হেনস্থা, শ্লীলতাহানির অভিযোগ, মুখ খুললেন কাজল
বলিউডে বদল এসেছে। সেই কারণেই এবার বিভিন্ন বিষয়ে মুখ খুলতে শুরু করেছেন বলিউডের প্রথম সারির অভিনেত্রীরা
বিদ্যা বালান, রাধিকা আপ্তের পর এবার এবার সেই তালিকায় যুক্ত হল কাজলের নাম
বলিউডে যৌন হেনস্থা হোক কিংবা শ্লীলতাহানি, মিটু নিয়ে সরব হলেন কাজল। মিটু নিয়ে সরব হওয়ার পর কাজলের বক্তব্য নিয়ে শুরু হয়েছে জোর শোরগোল
সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাতকারে কাজল বলেন, বলিউড অনেক এগিয়েছে। বর্তমানে মিটু নিয়ে প্রতিবাদ করতে শুরু করেছেন বি টাউনের সঙ্গে জড়িত মহিলারা। ফলে রূপোলি পর্দার সঙ্গে যুক্ত মানুষ এখন মহিলাদের সঙ্গে ভেবেচিন্তে ব্যবহার করেন, তাঁদের সঙ্গে বুঝেশুনে কথা বলেন। আগের মতো মহিলাদের দেখলে কেউ আর আলটপকা মন্তব্য করেন না। ব্যবহারেও এসেছে অনেক বদল
শুধু তাই নয়, বলিউডে মিটু শুরু হওয়ার পর মহিলাদের সঙ্গে ব্যবহার করার সময় অন্তত সাতবার ভেবে তবেই পুরুষরা কথা বলেন। অর্থাত বলিউডে বদল এসেছে, এ কথা হলফ করে বলা যায় বলেও মন্তব্য করেন বাঙালি অভিনেত্রী। তবে মিটু শুরু হওয়ার পর বলিউডের পাশাপাশি গোটা দেশের পুরুষদের মধ্যেও বেশ কিছুটা বদল এসেছে বলে মনে করেন কাজল
প্রসঙ্গত বাঙালি অভিনেত্রী তনুশ্রী দত্তের হাত ধরে বলিউডে মিটু প্রতিবাদ নতুন মোড় নেয়। জনপ্রিয় অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেন তনুশ্রী। নানার পাশাপাশি জনপ্রিয় কোরিওগ্রাফার গণেশ আচার্যর বিরুদ্ধেও সরব হন তনুশ্রী
নানা পাটেকরের পর সুরকার অনু মালিক, পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে মিটু নিয়ে সরব হন বেশ কয়েকজন। যা নিয়ে বেশ শোরগোল শুরু হয়ে যায় গোটা বি টাউন জুড়ে