ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
হাওয়া অফিস আগেই জানিয়েছিল, রবি থেকে বুধবার পর্যন্ত প্রতিদিনই কালবৈশাখি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পূর্বাভাস অন্যথা হয়নি।
মঙ্গলবারও রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সূত্রে খবর, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টি হতে পারে।
ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বইতে পারে কালবৈশাখি। সঙ্গে বজ্রবিদ্যুত্-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়া দফতর জানাচ্ছে, বিহার থেকে ছত্তীসগঢ় পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। তার প্রভাবে ঢুকছে প্রচুর জলীয় বাস্প।
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি। বাতাসে জলীয়বাস্প ছিল ৫৩ থেকে ৬৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের কোনও খবর নেই।