The Hottest Kalaikunda: আগুন ঝারাচ্ছে গনগনে সূর্য! ৪৭ মাথায় নিয়ে দেশের উষ্ণতম কলাইকুন্ডা কী অবস্থায় আছে?

Wed, 01 May 2024-12:38 pm,

সৌরভ চৌধুরী: চড়া রোদে খাঁ খাঁ চারদিক। দেশের উষ্ণতম জায়গা এই মুহূর্তে কলাইকুন্ডা। মঙ্গলবারই কলাইকুণ্ডার তাপমাত্রা ৪৭ ছাড়িয়েছে। 

গতকাল কলাইকুণ্ডার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪৭.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ১০.৪ ডিগ্রি বেশি। 

বুধবারও সকাল সাড়ে ১০টাতেই ৪০ ছাড়িয়ে গিয়েছে কলাইকুন্ডার তাপমাত্রা। অসহ্য গরমে নাজেহাল জনজীবন।

স্থানীয়রা জানাচ্ছেন, গরম শুরু হয়ে যাচ্ছে সকাল ৭টা থেকেই। সাড়ে ১০টার পর গনগনে রোদে আর বাইরে টেকা যাচ্ছে না। 

সন্ধে ৭টার পর আবার কিছুটা অবস্থার পরিবর্তন হচ্ছে। প্রচণ্ড গরমে জ্বর, পেট খারাপ সহ একাধিক শারীরিক সমস্যার সম্মুখীন সাধারণ মানুষ। 

যাদের টিন বা অ্যাসবেসটসের ঘর, তাদের অবস্থা আরও খারাপ। চড়া গরমে বাড়ির ভিতরও অগ্নিকুণ্ডতে পরিণত হচ্ছে। রোদ বাড়লেই গাছের তলা-ই যেন একমাত্র শান্তির আশ্রয়! 

তবে পানীয় জল এখনও পাওয়া যাচ্ছে। জলংকট এখনও দেখা দেয়নি। যদিও সেই পানীয় জল এতটাই গরম হয়ে যাচ্ছে যে তা খাওয়াও অস্বস্তিকর।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link