Kal Baisakhi: ৩ ঘণ্টার মধ্যে কলকাতায় কালবৈশাখি, জারি হলুদ সতর্কতা! সঙ্গে জেলাতেও...

Mon, 24 Apr 2023-12:28 pm,

কমলাক্ষ ভট্টাচার্য: কলকাতা সহ হাওড়ায় আগামী ৩ ঘণ্টার মধ্যেই আছড়ে পড়েতে চলেছে কালবৈশাখি।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে সতর্কতা জারি করে জানানো হয়েছে, বেলা ১২টা ২০ থেকে আগামী ২-৩ ঘণ্টার মধ্যে দুই জেলায় কালবৈশাখি আছড়ে পড়তে চলেছে।

 

কালবৈশাখির দাপটে হাওড়া ও কলকাতার বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। 

 

ঝড়বৃষ্টির জন্য আলিপুর আবহাওয়া দফতরের তরফে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঝড়বৃষ্টির সময় জনসাধারণকে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে।  

প্রসঙ্গত, মঙ্গলবার পর্যন্ত সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে আগেই সেকথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link