Kalbaishakhi In Kolkata: কালবৈশাখীর দাপটে কলকাতাজুড়ে পড়ল গাছ, ঝড়ের সর্বোচ্চ গতি ৯০ কিলোমিটার

Sat, 21 May 2022-6:23 pm,

কালবৈশাখীর তাণ্ডবে নাজেহাল কলকাতা। বহু জায়গা গাছ পড়ে বন্ধ হয়ে গেল রাস্তা, মেট্রো রেল পরিষেবা। কোথাও দোকানের উপরে এসে পড়ল গাছ। প্রবল ঝড়ে ব্যাহত হল বিমান ওঠানামা।

 

আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন বিকেল চারটে একুশ নাগাদ কলকাতায় কালবৈশাখী প্রবেশ করে। রাজ্য়ের ৮ জেলায় এর প্রভাবে বৃষ্টি হয়েছে বলে খবর।

 

শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ কলকাতার আকাশ কালো করে আসে মেঘ। কিছুক্ষণের মধ্য়ে শুরু হয় প্রবল বৃষ্টি। ময়দান থেকে সল্টলেক-সহ কলকাতার বিভিন্ন জায়গায় মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে যায়।

মেট্রো রেলের টালিগঞ্জ ও কুঁদঘাট স্টেশনের মধ্যে গাছ পড়ে থমকে যায় ট্রেন চলাচল। পরে গাছ সরিয়ে সাড়ে পাঁচটা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে য়ায়।

ঝড়ের দাপটে রাস্তায় গাছ পড়ে যায় বেলভেডিয়ার রোড, কুইন্স পার্ক, লেক গার্ডেন্স, লাউডন স্ট্রিট, টালিগঞ্জ রোড ক্রসিং, দেশপ্রিয় পার্ক, আলিপুর রোড, বর্ধমান রোড, রাজভবনের সামনে, ফোর্ট উইলিয়াম, ডাফরিন রোড, স্ট্রান্ড রোডে রাস্তায় গাঠ পড়ে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে বোঝা যায় ঝড় বৃষ্টির দাপট কতটা ছিল। 

ঝড় বৃষ্টির কারণে বিমান ওঠানামা ব্যহত হয়।  একাধিক বিমান কলকাতা বিমানবন্দরে নামতে পারেনি। মাঝ আকাশে চক্কর কাটে ৫টি বিমান। ২ বিমানকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। 

আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতায় ঝড়ের সর্বোচ্চ গতি ছিল ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা। আাগামিকালও কালবৈশাখীর পূর্বাভাস রয়েছেৎ ঝড়ের গতি হতে পারে ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায়।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link