Kali Puja 2024: কবে কালীপুজো? কখন পড়ছে অমাবস্যা? জেনে নিন, ভূত চতুর্দশী ভাইফোঁটা-সহ দীপাবলির বিস্তারিত তিথি-নির্ঘণ্ট...

Soumitra Sen Sat, 26 Oct 2024-7:41 pm,

কালীপুজোর দুদিন আগে ২৯ অক্টোবর রয়েছে ধনতেরাস। এদিন ধনলক্ষ্মীর কৃপা বর্ষিত হয়। এদিন থেকেই কালীপুজোর অনুষ্ঠান শুরু। 

এর পরের দিন ভূত চতুর্দশী। ভূত চতুর্দশীর তিথি ৩০ অক্টোবর বুধবার দুপুর ১ টা ১৫ মিনিটে শুরু হচ্ছে, তিথি শেষ হচ্ছে ৩১ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ৩.৫২ মিনিটে। 

এদিন বহু বাড়িতেই দুপুরেই চোদ্দো শাক খাওয়ার রীতি পালিত হয়। আর থাকে সন্ধ্যায় সদরে ও ঘরের দরজায় ১৪ প্রদীপ দেওয়া। 

এর পরদিন ৩১ অক্টোবর পড়ছে কালীপুজোর অমাবস্যা। এদিন দুপুর ৩ টে ০৭ মিনিট নাগাদ অমাবস্যা পড়ছে। অমাবস্যা শেষ হবে ১ নভেম্বর সন্ধ্যা ৫ টা ০৮ মিনিট নাগাদ। ভিন্ন মতে, ৩১ অক্টোবর দুপুর ৩ টে ৫২ মিনিটে পড়বে অমাবস্যা, পরের দিন ১ অক্টোবর দুপুর ১২ টা ৪৮ মিনিটে তা শেষ হবে।  

কালীপুজোর শুভ মুহূর্ত ৩১ অক্টোবর রাত ১১ টা ৪৮ মিনিটে শুরু, তা থাকছে পরদিন ১ নভেম্বর দুপুর ১২ টা ৪৮ মিনিট পর্যন্ত। রাতভর পুজো। 

কালীপুজোর সামগ্রিক অনুষ্ঠান অবশ্য দিনতারপাঁচেক ধরে। এটা শেষ হয় ভাইফোঁটায়। এ বছর ভাইফোঁটা পড়েছে ৩ নভেম্বর, রবিবার। এদিন এই আয়োজনের মধ্যে দিয়ে সমাপ্তি দীপাবলির।  

(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link