নববর্ষের চেনা ছবি উধাও কালীঘাটে, মন্দিরের গেটে টাঙানো কালীর ছবিতেই প্রণাম ভক্তদের
শ্রাবন্তী সাহা : এ যেন দুধের সাধ ঘোলে মেটানো। কালী ঠাকুরের ছবিতে পুজো দিয়ে শুরু হল বছরের প্রথম দিন।
বাঙালির বিশেষ দিন নববর্ষ। নতুন বছরের শুরুটা কালীঘাটে মায়ের মুখ দেখেই করতে চান অনেকে।
সেইসঙ্গে বহু ব্যবসায়ী নতুন খাতা পুজো করেন এখানেই। বছরের পর বছর সেই চেনা দৃশ্য এবার করোনার জেরে উধাও।
কালীঘাট মন্দির যেন অচেনা কোনও মন্দির। খাঁ খাঁ করছে গোটা চত্বর। নেই কোনও হুড়োহুড়ি বা লম্বা লাইন।
ব্যারিকেড করে ঘিরে ফেলা হয়েছে মন্দির। মন্দিরের বাইরে ঝোলানো হয়েছে কালী ঠাকুরের ছবি।
এক-দুজন আসছেন, ব্যারিকেডের বাইরে থেকেই পুজো দিচ্ছেন তাঁরা। সকলেরই একটাই প্রার্থনা, গোটা বিশ্ব দ্রুত আরোগ্য লাভ করুক।