Bhaiphota: ক্ষীরের `টাটা`-ই এবার ভাইফোঁটায় কালনার `রতন`!
সঞ্জয় রাজবংশী: ভাইফোঁটা মানেই বিশেষ আকর্ষণ হরেক রকম মিষ্টি।
আর এবার ভাইফোঁটায় বিশেষ আকর্ষণ ক্ষীরের রতন টাটা।
কালনার মিষ্টি বিক্রেতা অরিন্দম দাস এবছরের ভাইফোঁটার মিষ্ট উত্সর্গ করেছেন রতন টাটাকে।
তাই তাঁকে সম্মান জানিয়েই তৈরি হয়েছে ক্ষীরের রতন টাটা।
এছাড়াও মিষ্টির পসরায় রয়েছে পিত্জা মিষ্টি, দই ফুচকা মিষ্টি, পাবদা মাছ, কমলালেবু, ভুট্টা।
মোট ১০০ রকমের মিষ্টি ডালি সাজিয়েছেন অরিন্দম দাস।