বিচ্ছেদের পর মেয়েকে নিয়েই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে জনপ্রিয় অভিনেত্রী কাম্য পঞ্জাবি, দেখুন
প্রথম বিয়ে টেকেনি। বিচ্ছেদের পর এবার ফের দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী কাম্য পঞ্জাবি
২০০৩ সালে ব্যবসায়ী বান্টি নেগির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন কাম্য পঞ্জাবি। বিয়ের দু বছর ঘুরতে না ঘুরতেই তাঁদের মধ্যে অশান্তি শুরু হয়ে যায়। মেয়ের জন্মের পর ২০০৬ সালে বান্টির সঙ্গে সংসার ভেঙে যায় কাম্য-র। বিচ্ছেদের পর থেকে মেয়েকে একাই বড় করছিলেন কাম্য। সেইসঙ্গে চলছিল তাঁর অভিনয়। ২০০৬ সালে সংসার ভাঙলেও, ২০১৩ সালে বান্টির সঙ্গে আইনত বিচ্ছেদ হয়ে যায় কাম্যর
২০১৮ সালে এরপর আচমকাই সলভ ডং নামে এক ব্যক্তির সঙ্গে ছবি শেয়ার করতে শুরু করেন কাম্য পঞ্জাবি। জানা যায়, দিল্লির ওই ব্যবসায়ীর সঙ্গে নাকি ডেট করছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী
ডেট মাঝেই সলভের সঙ্গে দুবাইতে বেড়াতে যেতেও দেখা যায় বিগ বসের এই প্রাক্তন প্রতিযোগীকে। মেয়েকে নিয়েই সলভের সঙ্গে ছুটি কাটাতে যান কাম্য। ওই সময় বিকিনিতে ভাইরাল হয় কাম্যর একাধিক ছবিও
কাম্যর দ্বিতীয় বিয়ে নিয়ে এরপর নেটিজেনদের একাংশের তরফে জোর শোরগোল শুরু হয়ে যায়। কাম্য কেন দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন, কেন তিনি বিকিনি পরে ছবি শেয়ার করছেন, তা নিয়ে তোলা হয় একাধিক প্রশ্ন
যদিও নেটিজেনদের একাংশের আক্রমণের মুখে পড়ে এ বিষয়ে পালটা জবাব দেন কাম্য পঞ্জাবি। তবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ২০১৩ সালে বান্টির সঙ্গে বিচ্ছেদের পর ভেবেচিন্তেই পদক্ষেপ নিচ্ছেন
এ বিষয়ে কাম্য পঞ্জাবি আরও জানান, সলভ যখন তাঁকে বিয়ের প্রস্তাব দেন, প্রথম চুপ করেই ছিলেন। পরে বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করে তবেই বিয়ের বিষয়ে তিনি সম্মতি জানিয়েছেন বলে জানান কাম্য
সম্প্রতি বিয়ের আগে বন্ধুদের সঙ্গে ব্যচেলরেট পার্টি শুরু করেন কাম্য পঞ্জাবি। যেখানে মেরুন রঙের স্কার্টের সঙ্গে কালো রঙের টপ পরতে দেখা যায় কাম্যকে। পাশাপাশি মাথায় ফুলের মালা দিয়ে সেজে, ব্যাচেলরেট পার্টিতে নেটিজেনদের নজর কেড়ে নেন কাম্য পঞ্জাবি
কাম্য সম্ভবত ফেব্রুয়ারি মাসেই সলভ ডং-এর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন বলে খবর পাওয়া যাচ্ছে