প্রথম বিয়ে কেন ভেঙেছিল? মুখ খুললেন Kamya Panjabi
গতবছরই গোড়ারদিকে ব্যবসায়ী শালভ ডাং-এর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী কাম্য পঞ্জাবি। তারপর থেকে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন কাম্য। তবে শালভ, কাম্যর দ্বিতীয় স্বামী। ঠিক কী কারণে প্রথম স্বামীর সঙ্গে বিবাহ-বিচ্ছেদ হয়েছিল? সম্প্রতি সেবিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।
শালভের আগে ২০০৩ সালে বান্টি নেগিকে বিয়ে করেছিলেন কাম্য। ১০ বছর সংসার করার পর ২০১৩ সালে বান্টি ও কাম্যর বিবাহ-বিচ্ছেদ হয়। তবে কেন ভেঙেছিল প্রথম বিয়ে? কারণটা নিজেই জানিয়েছেন কাম্য।
কাম্য পঞ্জাবির কথায়, ''আমি বান্টির থেকে আলাদা হতে চাইনি। অনেক সহ্য করেছি। একবার অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে ফিরে নিজেকে আয়নায় দেখে অবাক হয়ে যাই। নিজেই নিজেকে প্রশ্ন করি, এই আমিই কি সেই আমি? যে অ্যাওয়ার্ড জিতে নেওয়ার পর কিছুক্ষণ আগেও আনন্দে উচ্ছ্বসিত ছিল! নিজেকে ভীষণই অসুখী মনে হচ্ছিল, খুব দুর্বল লাগছিল। তবে আমার কিছুই করার ছিল না। তারপরেও আমি আরও একবার সুযোগ দিতে চাইলাম, বান্টির কাছে ফিরে গেলাম। পরে আফসোস করতে চাইনি। কারণ ততদিনে আমার মেয়ে আরা হয়ে গিয়েছিল।''
কাম্য আরও জানান তাঁর বাবা-মা বন্ধুরা অবশ্য তাঁকে এই অসুখী বিয়ে থেকে বের হয়ে আসতে বলেছিলেন। কাম্যর কথায়, ''পরবর্তীকালে যখন বান্টি দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন। তখনও আমি ওর যথেষ্ঠ যত্ন নিয়েছিলাম। তবে তারপরেও আমি আমার প্রাপ্য সম্মান পাইনি। তাই সেই সম্পর্ক থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম।''
কাম্যর কথায়, ''চিকিৎসকরা বান্টিকে সম্পূর্ণ বিশ্রামের কথা বলেছিলেন। তাই আমি চেয়েছিলাম ও ভালো থাকুক। যে দিন আমি ওই সম্পর্ক থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম, ওই দিনটি আমার এখনও মনে পড়ে। আমি শুধু একটা ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাই। ''
কাম্য জানান, যেদিন তিনি বান্টির বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন, সেদিন তাঁর মা সেখানে গিয়ে তাঁদের মেয়ে আরা-র দেখাশোনা করছিলেন। আর তিনি সেসময় একটা হোটেলে থাকছিলেন। অভিনেত্রীর জানান, তিনি সেসময় নৌটঙ্কি বলে একটি কমেডি শোয়ের শ্যুটিং করছিলেন, তাই চাননি তাঁর চারপাশে ওই সময়ে আর অন্য কেউ থাকুক। শুধু চেয়েছিলেন বান্টি সুস্থ হয়ে উঠুন।
বর্তমানে অবশ্য কাম্য শালভ ডাং-এর স্ত্রী। এই মুহূর্তে শালভ আর তিনি সুখী দম্পতি বলেই দাবি করেছেন কাম্য।