Kangchenjunga: সাতসকালেই ঝলমলে চারদিক, নীল আকাশের ওপারে দেখা মিলল `ঘুমন্ত বুদ্ধ-র
বর্ষার বৃষ্টিতে আকাশ ধুলিকণা মুক্ত। আর সেই সাফ আকাশের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছেন 'ঘুমন্ত বুদ্ধ'। মঙ্গলবার সকালে জলপাইগুড়ির বানারহাটে কাঞ্চনজঙ্ঘার সেই অপরূপ দৃশ্য ক্যামেরাবন্দি করতে দেখা গেল এলাকার মানুষজনকে। কেউ মোবাইলে, কেউবা ক্যামেরায় কাঞ্চনজঙ্ঘাকে বন্দি করতে ভিড় জমালেন বানারহাটের বিভিন্ন জায়গায়। -তথ্য ও ছবি-প্রদ্যুত্ দাস
জলপাইগুড়ির বিভিন্ন জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা মিলেছিল গত বছর নভেম্বর মাসে। এবার আগস্টের শুরুতেই দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার। এলাকার মানুষ বলেন একে ঘুমন্ত বুদ্ধ। নীল আকাশে কাঞ্চনজঙ্গার সাদা মুকুট দেখে খুশি পর্যটকরা। -তথ্য ও ছবি-প্রদ্যুত্ দাস
দার্জিলিং যেতেই হচ্ছে না। উত্তরবঙ্গের আরও কয়েকটি জেলা থেকেও দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার। -তথ্য ও ছবি-প্রদ্যুত্ দাস
মঙ্গলবার সকালেই জলপাইগুড়িতে ঝলমলে আকাশ। মেঘের ছিটেফোঁটা নেই আকাশে। সেই নীল আকাশের ওই প্রান্তেই দেখা দিলেন ঘুমন্ত বুদ্ধ। -তথ্য ও ছবি-প্রদ্যুত্ দাস
কাঞ্চনজঙ্ঘার দেখা মিলছে বানারাহাট, গয়েরকাটা, ধুপগুড়ি সহ বিভিন্ন এলাকা থেকেও। যার ফলে খুশি সাধারণ মানুষ থেকে পর্যটকেরা। -তথ্য ও ছবি-প্রদ্যুত্ দাস