Kanchanjungha Express accident: শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা, লাইনচ্যুত ৩ কামরা! মৃত ৮...

SUDESHNA PAUL Mon, 17 Jun 2024-12:06 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তরবঙ্গে বড়সড় ট্রেন দুর্ঘটনা। শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা, লাইনচ্যুত ৩টি কামরা!

 

নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ার পরই দুর্ঘটনা। দুর্ঘটনা ঘটে রাঙপানি স্টেশনের কাছে। ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা। 

 

পিছন থেকে এসে মালগাড়ি ধাক্কা মারে বলে খবর। দুর্ঘটনার জেরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীবোঝাই ২টি কামরা দুমড়ে মুচড়ে গিয়েছে। এখনও পর্যন্ত পুলিস সূত্রে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

 

একটি কামরা মালগাড়ির ইঞ্জিনের উপর উঠে গিয়েছে। প্রাথমিকভাবে ২৯ জন আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে পুলিস সূত্রে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

 

আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। এই দুর্ঘটনা মনে করিয়ে দিচ্ছে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার ভয়াবহতাকে। 

 

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার খবর পেয়েই এক্স-হ্যান্ডেলে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

 

এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, "দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া এলাকায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার খবরে হতভম্ব।"

 

"উদ্ধারকাজ ও চিকিৎসায় সহায়তার জন্য ডিএম, এসপি, চিকিত্সক, অ্যাম্বুলেন্স এবং বিপর্যয় মোকাবিলা দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।" জানিয়েছেন তিনি।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link