`দিল বেচারা`য় সুশান্তের সহ অভিনেত্রী সঞ্জনার দিকে এবার আঙুল তুললেন কঙ্গনা
এবার দিল বেচারায় সুশান্ত সিং রাজপুতের সহ অভিনেত্রী সঞ্জনা সঙ্ঘীর উপর চটলেন কঙ্গনা। সোশ্যাল মিডিয়ায়, প্রকাশ্যেই সঞ্জনাকে একহাত নিতে ছাড়লেন না কঙ্গনা।
সঞ্জনাকে উদ্দেশ্য করে কঙ্গনার প্রশ্ন 'দিল বেচারা'র শ্যুটিংয়ের সময় সুশান্তের বিরুদ্ধে যখন #MeToo-র অভিযোগ আনা হয়েছিল তখন তিনি কোথায় ছিলেন? প্রসঙ্গত, 'দিল বেচারা'র শ্যুটিংয়ের সময় সঞ্জনার সঙ্গে সুশান্ত নোংরা আচরণ করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। যদিও এই অভিযোগ সঞ্জনা সংঙ্ঘী নিজে করেননি।
টুইটারে সঞ্জনাকে আক্রমণ করে কঙ্গনা লেখেন, '' অনেক অন্ধ দাবি করেছিলেন, সুশান্ত সঞ্জনাকে ধর্ষণ করেছেন, যৌন হেনস্থা করেছেন। তখন কেন সঞ্জনা কিছু বলেননি। কেন তখন সঞ্জনা সুশান্তের সঙ্গে তাঁর বন্ধুত্বের গল্প বলেননি। সুশান্ত তাঁর সঙ্গে কোনও খারাপ আচরণ করেননি, এই কথাটা বলার জন্য কেন সঞ্জনা এই ভালো সময়টাকে বেছে নিলেন? সুশান্ত বেঁচে থাকতে কেন সঞ্জনা কিছু বলেননি? ''
যদিও সুশান্তের সহ অভিনেত্রী সঞ্জনার বিরুদ্ধে কঙ্গনার এধরনের অভিযোগ ভালোভাবে নিচ্ছেন না নেটিজেনরা। তাঁদের কেউ লিখেছেন, ''আমি নিজে কঙ্গনার ভক্ত, তবে একজন নবাগতা অভিনেত্রীর প্রতি এমন আক্রমণ ঠিক নয়, উনি সুশান্তের মৃত্যুতে কষ্ট পেয়েছন, এবার ওর পাশে সব সময় ছিলেন।'' কেউ আবার লিখেছেন, ''সঞ্জনা যথেষ্ঠ সংবেদনশীল, উনি হয়ত এই গুজবে কান দেননি।''
প্রসঙ্গত, যখন সঞ্জনাকে সুশান্ত যৌন হেনস্থা করেছেন বলে খবর রটে যায়, তখন সঞ্জনা আমেরিকাতে ছিলেন বলে জানা যায়। তবে বিদেশ থেকে ফিরেই বিষয়টি নিয়ে তখনই সত্যতা প্রকাশ করেছিলেন সঞ্জনা সঙ্ঘী।
২০১৮র ২৩ অক্টোবরই সঞ্জনা নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, ''আমি আমেরিকা থেকে ফিরেই দেখছি অনেক ভুলভাল খবর রটে গিয়েছে। যেটা খুবই দুর্ভাগ্যজনক। বলা হচ্ছে কিজি অউর ম্যানি (দিল বেচার-র আগের নাম) সেটে আমার সঙ্গে অশ্লীল আচরণ করা হয়েছে, যদিও এমনটা কিছুই ঘটেনি। এধরেন ভুল প্রচার বন্ধ হোক। ''
তাই সঞ্জনা সুশান্তের বিরুদ্ধে ওঠা #MeToo অভিযোগ নিয়ে সেসময় কিছু বলেননি, চুপ ছিলেন, অথচ এখন মৃত্যুর পর মুখ খুলেছেন এই অভিযোগ যে সত্য নয়, তা সঞ্জনার পুরনো টুইটেই কিছুটা প্রমাণ হয়।
প্রসঙ্গত, সঞ্জনা অবশ্য এখন কঙ্গনার তোলা তাঁর বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে মুখ খোলেননি।