Kangana In Love: প্রেমে পড়েছেন কঙ্গনা! কাকে মন দিলেন `কুইন`?

Soumita Mukherjee Thu, 11 Nov 2021-1:51 pm,

নিজস্ব প্রতিবেদন: সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ফের বলিউডে ঝড় তুলেছেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)।

 তবে এবার আর অন্য কারোর বিরুদ্ধে নয়, নিজের ব্য়ক্তিগত জীবন নিয়েই এবার এমন এক মন্তব্য করে বসলেন তিনি যে তার চোটেই ফের খবরের শিরোনামে কুইন। 

আগামী পাঁচ বছরে নিজেকে কোথায় দেখতে চান নায়িকা? এক সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তরে তাঁর সাফ জবাব, 'আগামী পাঁচ বছরে নিজেকে বিবাহিত ও সন্তানের মা রূপে নিজেকে দেখতে চাই। এমন একজনের সঙ্গে বিয়ে করতে চান যিনি নতুন ভারতের স্বপ্ন দেখেন। ' 

এখান থেকেই প্রশ্ন জাগে তাহলে কি প্রেমে পড়েছেন নায়িকা? কাকে মন দিলেন পর্দার 'কুইন'? তিনি যে প্রেমে পড়েছেন তা অবশ্য অস্বীকার করেননি কঙ্গনা। তিনি বলেছেন, খুব শীঘ্রই জীবনসঙ্গীর নাম জানাবেন তিনি।  

 একসময় কঙ্গনা রানাওয়াতের প্রেম নিয়ে উত্তাল হয়ে উঠেছিল গোটা বলিউড। সুপারস্টার হৃতিকের প্রেমে পড়েছিলেন নায়িকা। কোনও বিশেষ কারণে সেই প্রেম ভেঙে যাওয়া মেনে নিতে পারেননি কঙ্গনা। এরপরই একে অপরের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ আনেন তাঁরা। এর জেরেই দুভাগে ভাগ হয়ে যায় বলিউড। 

তবে এবার পুরনো প্রেম ভুলে নতুন কারোর প্রেমে পড়েছেন নায়িকা। এখন শুধু অপেক্ষা চার হাত এক হওয়ার। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link