কঙ্গনা রানাউতের ভাইয়ের মেহেন্দি অনুষ্ঠান শুরু, গর্জাস লুকে `কুইন`

Wed, 11 Nov 2020-6:22 pm,

হিমাচল প্রদেশে মহা সমারোহে শুরু হয়ে গেল কঙ্গনা রানাউতের ভাই অক্ষতের প্রাক-বিবাহ অনুষ্ঠান। বুধবার ছিল অক্ষতের মেহেন্দির অনুষ্ঠান।

 

ছবি-ইনস্টাগ্রাম 

মেহেন্দি অনুষ্ঠানে ডিজাইনার কুর্তা-পাজামা, সঙ্গে জওহর কোর্ট পরে দেখা গেল কঙ্গনার ভাই অক্ষতকে। কঙ্গনার ভাতৃবধূ রীতু পরেছিলেন কমলা রঙের ডিজাইনার সালোয়ার-কুর্তা।

 

 

ছবি-ইনস্টাগ্রাম 

কঙ্গনাকে ভাইয়ের হাতে মেহেন্দি করে দিতে দেখা গেল, অন্যদিকে ভাতৃবধূর হাতে মেহেন্দি করে দিচ্ছিলেন কঙ্গনার দিদি রঙ্গোলি চান্দেল।

 

 

ছবি-ইনস্টাগ্রাম 

 

 

 

 

 

ভাই অক্ষতের মেহেন্দি অনুষ্ঠানে কঙ্গনা পরেছিলেন ডিজাইনার ঘাঘরা চোলি, সঙ্গে মানানসই গয়না। সেই ছবি টুইটারে পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ''ভাই কি শাদি''।

 

ছবি-টুইটার

 

ছেলের মেহেন্দি অনুষ্ঠানে কঙ্গনার মা আশা রানাউত। সঙ্গে কঙ্গনার দিদি রঙ্গোলি এবং তাঁদের এক আত্মীয়া।

 

ছবি-ইনস্টাগ্রাম 

ছেলের মেহেন্দি অনুষ্ঠানে খোশ মেজাজে কঙ্গনার মা আশা রানাউত ও বাবা অমরদীপ রানাউত।

 

 

ছবি-ইনস্টাগ্রাম 

ভাই অক্ষতের মেহেন্দি অনুষ্ঠানে স্বামী অজয় চান্দেলের সঙ্গে রঙ্গোলিকে দেখা গেল রোম্যান্টিক মেজাজে।

 

 

ছবি-ইনস্টাগ্রাম 

প্রসঙ্গত কঙ্গনা ও রঙ্গোলির ভাতৃবধু রীতু পেশায় চিকিৎসক, গত বছর নভেম্বরে রীতুর সঙ্গে বাগদান সেরেছিলেন অক্ষত। ছবি-ইনস্টাগ্রাম 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link