`আমার সময় সীমিত`, `মাফিয়া`-র নাম করে বিস্ফোরক ট্যুইট কঙ্গনার
ফের বিস্ফোরকণ ঘটালেন কঙ্গনা রানাউত। এবার কীসের ইঙ্গিত দিলেন বলিউড 'কুইন', যা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে একের পর এক দাবি নিয়ে সামাজিক মাধ্যমে সরব হচ্ছেন কঙ্গনা রানাউত। কখনও সুশান্তের মৃত্যুর তদন্তবার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক বলে সরব হচ্ছেন কঙ্গনা, আবার কখনও তোপ দাগছেন মহেশ ভাটদের মতো জনপ্রিয় পরিচালকদের বিরুদ্ধে
নিজের ট্যুইটার হ্যান্ডেলে এবার ফের সরব হলেন বলিউড 'কুইন'। তিনি বলেন, যে কোনও মুহূর্তে তাঁর ট্যুইট হ্যান্ডেল সাসপেন্ড করে দেওয়া হতে পারে
মুভি 'মাফিয়াদের' অনুপ্রেরণাতেই তাঁর ট্যুইটার হ্যান্ডেল ডিলিট করে দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন কঙ্গনা। পাশাপাশি তিনি আরও বলেন, কারও কারও মুখোশ তিনি টেনে খুলে দিতে চান। সেই ভয় থেকেই অভিনেত্রীকে সামাজিক মাধ্যম থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে
তবে এবার চিরাচরিতভাবে কাদের নিশানা করেছেন কঙ্গনা রানাউত, তার ইঙ্গিত দেননি। তবে কঙ্গনার ওই ট্যুইটের পর থেকেই তা ট্রেন্ড করতে শুরু করেছে সামাজিক মাধ্যমে