মহারাষ্ট্রে ফিরেই সিদ্ধিবিনায়ক মন্দিরে Kangana, মারাঠি সাজে চমক অভিনেত্রীর
মানালির বাড়ি থেকে মুম্বইতে ফিরে এসেছেন কঙ্গনা রানাউত। মুম্বইতে ফেরার পরপরই এবার এক্কেবারে অন্যরকম লুকে দেখা মিলল অভিনেত্রীর। বছরের পর বছর মুম্বইতে থাকার পর সেখানে নিজের কেরিয়ার তৈরি করার পর কঙ্গনা যে মারঠি সত্ত্বাকে নিজের মধ্যে ভরপুর করে নিয়েছেন, তা স্পষ্ট করে দেন অভিনেত্রী
সম্প্রতি কঙ্গনা যখন দিদি রঙ্গোলি সহ পরিবারের বেশ কয়েকজনের সঙ্গে মুম্বইতে ফেরেন, তখন থেকেই ফের ক্যামেরার নজরে পড়ে যান অভিনেত্রী। কঙ্গনা মুম্বইতে ফেরার পর তাঁকে নিয়ে সমালোচনা শুরু হয়ে যায়। তা সত্ত্বেও তিনি কোনও কথায় কান দেননি। উল্টে নিজের মতো করেই কাজ করে যাচ্ছেন কঙ্গনা
মুম্বইতে পৌঁছে এবার সিদ্ধিবিনায়ক মন্দিরে পৌঁছে গেলেন কঙ্গনা। সবুজ রঙের শাড়ির সঙ্গে মরাঠি নাথনি পরে ক্যামেরার সামনে হাজির হন অভিনেত্রী। কঙ্গনার সঙ্গে দেখা যায় তাঁর দিদি রঙ্গোলি চান্দেলকেও।
মারাঠি সাজে ভরপুর হয়ে কঙ্গনা যখন ক্যামেরার সামনে হাজির হন, তখন থেকেই ঝলসে উঠতে শুরু করে ক্যামেরার ফ্ল্য়াশ। সিদ্ধিবিনায়ক মন্দিরে হাজির হতে গিয়ে কঙ্গনা হঠাৎ করে কেন মারাঠি অবতার নিলেন, তা নিয়ে অনেকেই প্রশ্ন করতে শুরু করেন
সম্প্রতি জয়ললিতার বায়োপিকে অভিনয় করেন কঙ্গনা। জয়ললিতার বায়োপিকে অভিনয় করতে গিয়ে হায়দরাবাদে পাড়ি দেন কঙ্গনা রানাউত। হায়দরাবাদ থেকে এরপর চেন্নাইতে উড়ে যান কঙ্গনা। চেন্নাই থেকে মানালিতে ফিরে অবশেষ মুম্বইতে ফিরলেন অভিনেত্রী