সিনেমার ব্যবসার জন্যই JNU-তে হাজির হন দীপিকা, বিস্ফোরক কঙ্গনার দিদি

Wed, 08 Jan 2020-2:15 pm,

রবিবার JNU-তে হাজির হন দীপিকা পাডুকন৷ বাম ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে, ছাত্র আন্দোলনকে সমর্থন জানান দীপিকা৷  এরপরই দীপিকার পক্ষে, বিপক্ষে ভাগ হয়ে গিয়েছেন নেটিজেনরা 

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হাজির হওয়ায় দীপিকাকে নিয়ে প্রশ্ন তুললেন কঙ্গনা রানাউতের দিদি রঙ্গোলি চান্দেল৷ তিনি বলেন, এতদিন পর্যন্ত উরি, পুলওয়ামা, ৩৭০-এর বিলোপ, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কোনও মন্তব্য করেননি দীপিকা৷ তাহলে হঠাত করে এবার কেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র আন্দোলন নিয়ে সরব হলেন দীপিকা, এমন প্রশ্নও তোলেন রঙ্গোলি 

দীপিকা আর যা-ই করুন না কেন, নিজের প্রচার খুব ভাল করতে পারেন বলেও কটাক্ষ করেন কঙ্গনার দিদি 

তিনি আরও বলেন, নিজের সিনেমা ছপক-এর প্রমোশনের জন্যই দীপিকা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হাজির হন৷ ব্যবসা ছাড়া দীপিকা অন্য কিছু বোঝেন না৷ এমন মন্তব্য করতেও শোনা যায় রঙ্গোলি চান্দেলকে৷ তবে দীপিকা যে প্রাকস্যে নিজের প্রচার শুরু করেছেন, তার জন্য ধন্যবাদ৷ কারণ বলিউডে এমন অনেকে রয়েছেন, যাঁরা প্রকাশ্য়ে নিজেদের এভাবে প্রচার করতে ভয় পান বলে মন্তব্য করেন রঙ্গোলি 

ফিল্মি মানুষরা নিজেদের প্রয়োজনে অনেক কিছুই করে থাকেন, দীপিকাও তার ব্যতিক্রমী নন৷ ছপক-এর প্রমোশনের জন্যই নিজের ছবির ব্যবসার জন্যই তিনি JNU-তে হাজির হন বলেও মন্তব্য করেন কঙ্গনা রানাউতের দিদি রঙ্গোলি চান্দেল 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link