Kankalitala | Birbhum: জলে ডুবে কঙ্কালীতলা, গর্ভগৃহ থেকে সরলেন `মা`! ভোগ দিতে গিয়ে পুরোহিতরা দেখলেন...
প্রসেনজিত্ মালাকার: নাগাড়ে বৃষ্টিতে কোপায় নদীর জল বেড়ে যাওয়ায়, জল ঢুকে পড়ে সতীপীঠ কঙ্কালীতলায়। ডুবে যায় মন্দির।
রাতেই গর্ভগৃহ থেকে মায়ের ঘট সরিয়ে আনা হয় বাইরের শিব মন্দিরে। আজ সকাল থেকে সেখানেই পুজোআচ্চা শুরু মায়ের।
এরপর নিত্যদিনের নিয়ম অনুসারে জলমগ্ন মন্দির চত্বর পার করে গিয়েই গর্ভগৃহে মায়ের ছবির সামনে ভোগ নিবেদন করতে যান পুরোহিতরা।
গর্ভগৃহে ঢুকে পুরোহিতরা দেখেন ভিতরে একটি সাপ! ভোগ নিবেদন করেই বেরিয়ে আসেন তাঁরা।
মন্দির কমিটি জানায়, জল নামলে তবেই স্বাভাবিক পুজোপাঠ শুরু হবে মন্দিরে। জল একদম কমে গেলে মাকে ফের গর্ভগৃহে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।