Popular Actress Death: মাত্র ৩০ শেই চরম সিদ্ধান্ত জনপ্রিয় অভিনেত্রীর! বাড়ি থেকে উদ্ধার দেহ...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের দুঃসংবাদ বিনোদন দুনিয়ায়। মাত্র ৩০ বছর বয়সেই চরম সিদ্ধান্ত নিলেন বড়পর্দা ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী।
১ ডিসেম্বর রবিবার, হায়দরাবাদে নিজের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে কন্নড় সিনেমা ও টেলিভিশন অভিনেত্রী শোভিতা শিবন্নার দেহ।
পুলিস সূত্রে খবর, প্রাথমিক ভাবে এই মৃত্যুর ঘটনা আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে।তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ।
শোভিতার দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গান্ধি হাসপাতালে পাঠানো হয়।
কিন্তু কী কারণে, এই মর্মান্তিক মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। রুজু হয়েছে মামলা, ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিস।
‘ইরাডোন্ডলা মুরু’, ‘এটিএম: অ্যাটেম্পট টু মার্ডার’, ‘ওন্ধ কাথে হেলা’, ‘জ্যাকপট এবং বন্দনা’-এর মতো একাধিক ছবিতে কাজ করেছেন শোভিতা।
শুধু বড়পর্দা নয়, ‘গালিপাতা’, ‘মঙ্গলা গৌরী’, ‘কোগিলে’, ‘ব্রহ্মগন্তু’, ‘কৃষ্ণা রুক্মিণী’র মতো টিভি সিরিয়ালে নিয়মিত অভিনয় করছিলেন শোভিতা।