ভারতীয় দলে কপিল দেবের প্রত্যাবর্তন

Mon, 30 Jul 2018-3:23 pm,

# ৩৫ বছর আগে কপিল দেবের হাত ধরেই ভারতের প্রথম বিশ্বকাপ জয়। ১৯৮৩ সালে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ক্রিকেটে প্রথম বিশ্বকাপ জিতে নেয় ভারত। 

 

# ২৪ বছর হয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কপিল দেব। কিন্তু সেই কিংবদন্তি কপিল দেব ফের জাতীয় দলে ফিরতে চলেছেন। 

# দেশের হয়ে আবার খেলবেন কপিল দেব। তবে ভারতীয় ক্রিকেট দলে নয়। ভারতের জাতীয় গলফ দলে প্রতিনিধিত্ব করতে চলেছেন বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক৷

#  ৫৯ বছর বয়সী কপিল এশিয়া-প্যাসিফিক সিনিয়র গলফ টুর্নামেন্টে ভারতীয় দলের অন্যতম সদস্য। 

 

# অক্টোবরে ১৭-১৯ পর্যন্ত জাপানের মিয়াজাকিতে চলবে এশিয়া-প্যাসিফিক টুর্নামেন্ট। সেখানেই ভারতীয় দলের প্রতিনিধিত্ব করবেন 'হরিয়ানা হ্যারিকেন'৷

 

# নয়ডার জেপি গ্রিন গলফ কোর্সে চলা সর্বভারতীয় গলফ চ্যাম্পিয়নশিপে তৃতীয় হয়ে এই প্রতিযোগিতায় খেলার ছাড়পত্র পান কপিল দেব।

# ভারতীয় দলে ফিরে কপিল দেবের প্রতিক্রিয়া, "এটা ক্রিকেট নয়৷ তবে আমি খুশি আরও একবার দেশের হয়ে খেলতে পারব বলে৷ যে খেলায় হোক না কেন দেশের হয়ে খেলতে পারাটা আলাদা গর্ব অনুভব করি৷" 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link