রিফিউজি থেকে K3G -র পু, করিনার ২১ বছরের কেরিয়ারে নানা ওঠাপড়া
দেখতে দেখতে ২১ বছর পার, বলিউডে করিনা কাপুরের যাত্রা পথ বেশ লম্বা। অভিষেক বচ্চনের বিপরীতে ২০০০ সালে 'রিফিউজি' ছবির হাত ধরে বলিউডে পা রাখেন কাপুর নন্দিনী করিনা।
যদিও অনেকেই হয়ত জানেন না, করিনার বলিউডে ডেবিউ করার কথা ছিল ঋত্বিক রোশনের বিপরীতে 'কহো না পেয়ার হ্যায়' ছবির হাত ধরে। তবে করিনা 'কহো না পেয়ার হ্যায়' ছেড়ে অভিষেক বচ্চনের বিপরীতে 'রিফিউজি' দিয়ে বলিউডে পা রাখেন। জানা যায় করিনার বাবার অনুরোধেই অভিষেক-করিনা জুটিকে নিয়ে 'রিফিউজি' ছবিটি বানিয়েছিলেন পরিচালক জে পি দত্ত।
অভিষেক-করিনা যখন প্রথমবার 'রিফিউজি' ছবিতে জুটি বাঁধেন, তখন করিনার দিদি করিশ্মা ও অভিষেক বচ্চনের বাগদান হয়ে গিয়েছিল, তবে 'রিফিউজি' ছবি শেষ হওয়ার ঠিক পরপর করিশ্মা-অভিষেকের সম্পর্ক ভেঙে যায়। এমনকি পরবর্তী সময় অভিষেক-করিনা জুটিকে নিয়ে সমস্ত ছবির পরিকল্পনা বাতিল করতে হয় পরিচালকদের।
বলিউডে করিনা কাপুর অভিনীত ছবির তালিকাটা কিন্তু বেশ লম্বা। 'রিফিউজি'র পর 'অশোকা', 'কভি খুশি কভি গম', 'চামেলি', 'ওমকারা', 'জব উই মেট', 'কুরবান', 'তলাশ' সহ বহু ছবিতে অভিনয় করেছেন করিনা।
'কভি খুশি কভি গম' ছবিতে 'পু', 'জব উই মেট' ছবিতে 'গীত'র ভূমিকায় করিনার অভিনয় বেশ প্রশংসিত হয়।
'থ্রি ইডিয়টস' ছবিতে আমির খানের বিপরীতে 'পিয়া'র চরিত্রে করিনার অভিনয় নজর কাড়ে। সইফ আলি খানের বিপরীতে করিনার 'কুরবান' ছবিটি সুপারহিট হয়।
মধুর ভান্ডারকর পরিচালিত 'হিরোইন' ছবিতে অভিনয় করে করিনা ফের খবরের শিরোনামে উঠে আসেন। মণি রত্নম-র 'যুবা' ছবিতেও করিনার অভিনয় প্রশংসিত হয়।
এদিকে ব্যক্তিগত জীবনে ২০১২-র ১৬ অক্টোবর সইফ আলি খানের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন করিনা কাপুর। ২০১৬ সালে প্রথম সন্তান তৈমুর আলি খানের মা হন করিনা।
এদিকে অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ বন্ধ করেননি বেবো, মা হওয়ার পরবর্তী সময়ে 'বীরে দি ওয়েডিং' ছবির হাত ধরে ফের কাজে ফেরেন করিনা। অক্ষয় কুমারের বিপরীতে 'গুড নিউজ' ছবিতেও অভিনয় করেন।
শেষবার ২০২০-তে 'আংরেজি মিডিয়াম' ছবিতে ছোট্ট ভূমিকায় অভিনয় করেন করিনা। খুব শীঘ্রই তাঁকে আমির খানের 'লাল সিং চাড্ডা' ছবিতেও দেখা যাবে।