Christmas 2020: সেলিব্রশনের মেজাজে Priyanka, Nick, Kareena, Malaika, Shahid-রা

Fri, 25 Dec 2020-6:58 pm,

গোটা বছরটা কেটেছে মহামারীর আবহে। তবে কঠিন পরিস্থিতি একটু কাটতেই ফের উৎসবের মেজাজে ফিরেছে তারকারা। ক্রিসমাসের সেলিব্রেশনে মাততে দেখা গেল কাপুর পরিবারের সমস্ত সদস্যদের।

বরুণ ধাওয়ানের সঙ্গে ক্রিসমাসের সেলিব্রেশনে কিয়ারা আডবাণী। 

ক্রিসমাসের সেলিব্রেশনে করিশ্মা কাপুর (Karisma Kapoor)।

হাবি নিক জোনাসের সঙ্গে ক্রিসমাসের সেলিব্রেশনে প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। 

মা-বাবা, বোন, ছেলে ও বোনের দুই সন্তানের সঙ্গে ক্রিসমাস সেলিব্রেট করছেন মালাইকা অরোরা (Malaika Arora)র।

পরিবারের সঙ্গে ক্রিসমাসের সেলিব্রেশনে কাজল (Kajol)। অনুরাগীদের ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে পরিবারের সকল সদস্যদের এক টুকরো ছবির কোলাজ পোস্ট করেছেন অভিনেত্রী। 

স্বামী সইফ আলি খান (Saif Ali Khan) আর ছোট্ট তৈমুরের সঙ্গে ক্রিসমাসের সেলিব্রেশনে করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। 

স্ত্রী মীরার সঙ্গে ক্রিসমাসের সেলিব্রেশনে অভিমনেতা শাহিদ কাপুর (Shahid Kapoor)।  

দুই ছেলে রিয়ান ও রাহিলকে নিয়ে ক্রিসমাসের সেলিব্রেশনে জেনেলিয়া ডি'সুজা ও রীতেশ দেশমুখ (Riteish Deshmukh and Genelia D'Souza)। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link