করিনা, সোনমের `ভির দি ওয়েডিং`-এর শ্যুটিং সেটের ছবি ভাইরাল
প্রকাশ্য়ে করিনা, সোনমের 'ভির দি ওয়েডিং'-এর শ্যুটিং সেটের ছবি ভাইরাল।
বৃহস্পতিবার, করিনা, সোনমের আগামী ছবি 'ভির দি ওয়েডিং'-এর এক গানের শ্যুটিং চলছিল। সেই ছবিই প্রকাশ্যে চলে আসে।
শ্যুটিং সেটে কালো আউটফিট আর খোলা চুলে ভীষণই গর্জিয়াস দেখাচ্ছিল বেবোকে।
মা হওয়ার পর 'ভির দি ওয়েডিং' ছবির মাধ্যমেই ফের পর্দায় ফিরছেন করিনা কাপুর খান।
করিনা কাপুরের এক সাক্ষাৎকারে বলেন, 'ভির দি ওয়েডিং' ছবির গল্প এক্কেবারেই অন্যকরম। এটা একটা ছেলে আর মেয়ের প্রেমের গল্প না। এটা ৪ বন্ধুর গল্প।
করিনার কথায়, ''এই ফিল্মের প্রযোজকও দুই মহিলা। এই ছবির প্রযোজনা করছেন রেহা কাপুর ও একতা কাপুর। আমার মনে হয় ছবিটি সবার বেশ ভালোই লাগবে।''
এদিন 'ভির দি ওয়েডিং'-এর শ্যুটিং সেটে সোনমের পরনে ছিল বেশ সুন্দর একটি জ্যাকেট।
এই ছবিতে বিশেষ এক গানের কোরিওগ্রাফি করছেন ফারহা খান। সোমন এই প্রথমবার ফারহার সঙ্গে কাজ করছেন।
ফারহা খানও জানিয়েছেন 'নীরজা' অভিনেত্রী সোনমের সঙ্গে কাজ করতে পেরে তিনি খুশি।
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে 'ভির দি ওয়েডিং'- এর ট্রেলার। যে অনেকেরই মন কেড়েছে।
সোনম, করিনার 'ভির দি ওয়েডিং' মুক্তি পাচ্ছে আগামী ১ জুন।