বেগতিক বুঝে সিদ্ধান্ত বদল, পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেনের ব্যবস্থা কর্ণাটক সরকারের
সমালোচনা ও প্রতিবাদের ঝড়ের মুখে সিদ্ধান্তে বদল কর্ণাটক সরকারের। রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ফেরার জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করাতে সায় দিলেন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা।
ইতিমধ্যেই নয়টি রাজ্যকে চিঠি দিয়ে পরিযায়ী শ্রমিকদের ট্রেনে ফেরত পাঠানোর অনুমতি চেয়েছে কর্ণাটক সরকার। আগামী ৮-১৫ মে-এর মধ্যে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে।
চলতি সপ্তাহের শুরুতে পরিযায়ী শ্রমিকদের নিজেদের রাজ্যে ফেরার জন্য আয়োজিত ১০টি ট্রেন বাতিল করে দেয় ইয়েদুরাপ্পা সরকার। জানানো হয়, পরিযায়ী শ্রমিকরা যাতে রাজ্যে থেকেই পুনরায় কাজে যোগ দিতে পারেন তার ব্যবস্থা করা হবে। লকডাউন লঘু হওয়ায় তাঁদের কাজে যোগ দেওয়ার প্রয়োজন বলে জানান তিনি। অর্থনীতি পুনরোদ্ধারের জন্য এটি গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।
এর পরেই সমালোচনার ঝড় ওঠে দেশজুড়ে। অন্যান্য রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ফেরার জন্য ট্রেনের ব্যবস্থা করলে কর্ণাটকে তার অন্যথা হবে কেন হবে সেই প্রশ্ন তোলেন অনেকে।
বুধবার ধোপা, নাপিত, ফুলচাষী, অটো ও ট্যাক্সিচালক ইত্যাদি পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক সাহায্যের জন্য ১৬০০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করে কর্ণাটক সরকার। কিন্তু সেখানে পরিযায়ী শ্রমিকদের জন্য কোনও ব্যবস্থা না থাকায় বৃদ্ধি পায় সমালোচনা।
কেন্দ্রের তরফে এখনও পর্যন্ত ১৭১টি ট্রেনে পরিযায়ী শ্রমিকদের ফেরার ব্যবস্থা করা হয়েছে।