Durga Puja 2022: তিস্তাপারের বৃত্তান্তে `আজ শরতে কাশের বনে হাওয়ার লুটোপুটি`

Soumitra Sen Sat, 24 Sep 2022-8:26 pm,

মান্না দের গাওয়া বিখ্যাত গান-- 'আজ শরতে কাশের বনে হাওয়ার লুটোপুটি'। এই গান যেন বাঙালির পুজোর মুডটাকে তৈরি করে দেয়। পুজোর ছুটির আমেজ তৈরি করে দেয়। আর কাশের বনে হাওয়ার দোলা দেখলে অনেকেরই হয়তো এ গান মনে না পড়ে পারে না!  তথ্য ও ছবি: প্রদ্যুৎ দাস

এমনই মনোমুগ্ধকর কাশবনের সৌন্দর্য দেখা গেল জলপাইগুড়ির তিস্তার তীরে। সব বয়সের মানুষ এখন ভিড় করছেন শহরছুঁয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর ধারে। কেননা তিস্তার চরে ফুটেছে কাশফুল। ইদানীং সকাল থেকেই শুরু হয়ে যায় চরে গিয়ে কাশফুল দেখা ও তার ছবি তোলা। অনেকে ফুল তুলেও আনছেন। নদীর জল এখন তেমন নেই বললেই চলে। শরতের মেঘ উড়ে বেড়াচ্ছে আকাশে। আর তিস্তা নদীর বুকে কাশফুলের সৌন্দর্য। শহরের এবং শহরের বাইরের মানুষ সেই সৌন্দর্য উপভোগ করছেন। তথ্য ও ছবি: প্রদ্যুৎ দাস

বর্ষার পরে তিস্তায় নদীর দু'ধারে বালির চর পড়ে। সেই বালির চরেই ফুটে উঠেছে সাদা ধবধবে কাশ। কী যে অপরূপ ! তথ্য ও ছবি: প্রদ্যুৎ দাস

জলপাইগুড়ি শহরের প্রকৃতিপ্রেমীরা এখন ভিড় জমাচ্ছেন তিস্তাপারের কাশবনের অভয়ারণ্যে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেঘ-সূর্যের লুকোচুরি। শরতের মায়াময় প্রকৃতি। আকাশে ধবধবে সাদা মেঘ। বাতাসে দোল খাচ্ছে কাশফুল। তথ্য ও ছবি: প্রদ্যুৎ দাস

অনেকেই এখন ভিড় করছেন এই সৌন্দর্য উপভোগ করতে। শহরের বুকে তিস্তা নদী। সেখানে ফুটেছে কাশফুল। কিছু মানুষ সময় কাটাতে আসছেন। কিছু মানুষ আসছেন ছবি তোলার আকর্ষণে। সব মিলিয়ে পুজোর আগে আগে জমজমাট তিস্তা নদীর কাশফুলের চর। তথ্য ও ছবি: প্রদ্যুৎ দাস

অনেকেই বলছেন, গত দুবছর ধরে করোনার প্রকোপ চলায় তেমন করে কাশফুল উপভোগ করতে পারেননি তাঁরা। ছবি তুলতে আসতে পারেননি। আবারও সেই পুরনো আবেগ ফিরে এসেছে। তিস্তা পারের এক দোকানদার জানান, এখন একটু ভিড় হচ্ছে, তিস্তার পারে কাশবনে আনেকেই আসছেন। বিক্রি বাটাও ভালো হচ্ছে। তথ্য ও ছবি: প্রদ্যুৎ দাস

রবীন্দ্রনাথের 'শারদোৎসব' নাটকে এই শরতের সৌন্দর্যকেই অনুভব করা হয়েছে। সেখানে ঠাকুরদাদা চরিত্রটি শরতের অমলিন সৌন্দর্যের কথাই যেন ছেলেদের মধ্যে বলেন। শরৎ, দুর্গাপুজো, প্রাকৃতিক সৌন্দর্য-- এই সব কিছুকেই যেন একত্রে গেঁথে দেয় কাশফুল।

তথ্য ও ছবি: প্রদ্যুৎ দাস

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link