Katrina-Vicky: জুহুর নতুন ফ্ল্যাটে নয়,মুম্বই ফিরে প্রথম কোথায় গেলেন ভিকি-ক্যাটরিনা?
নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার মুম্বই ফিরলেন বলিউডের নবদম্পতি ক্যাটরিনা ও ভিকি।
হাতে চূড়া, সিঁথিতে সিঁদুর, পরনে সালোয়ার কামিজ দোপাট্টা, একেবারে পাঞ্জাবী সাবেকি সাজে সেজেছেন নববধূ।
বিয়ের পর এই প্রথম মিডিয়ার ক্যামেরাবন্দি হলেন ভিক্যাট।
ভিকি ও ক্যাটরিনাকে স্বাগত জানাতে তাঁদের হাতে ফুল তুলে দিলেন চিত্রসাংবাদিকরা।
জুহুতে অনুষ্কা শর্মার প্রতিবেশী হতে চলেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।
বিয়ের পর মুম্বই ফিরে জুহুতে নতুন অ্যাপার্টমেন্টে নয়, আন্ধেরিতে ভিকি কৌশলের বাড়িতেই 'গৃহপ্রবেশ' করেন নবদম্পতি। গৃহপ্রবেশ পাঞ্জাবী বিয়ের এক বিশেষ রীতি।