সমুদ্রের ধারে বিচ-পোশাকে ক্যাটরিনা, ঝড় উঠল নেটদুনিয়ায়
নিজস্ব প্রতিবেদন- সমুদ্র সৈকত তাঁর খুবই পছন্দের। তাই তাঁর অনুরাগীদের কাছে তিনি বিচ-বেব। ক্যাটরিনা কাইফ সোশ্যাল মিডিয়ায় প্রায়ই পোস্ট করেন সমুদ্র সৈকতে কাটানো সময় আর তাঁর সংগ্রহের বিচ-ওয়্যার কালেকশন।
ক্যাটরিনার বিচ-ওয়্যারের সঙ্গে অ্যাকসেসরিজের কালেকশনও চোখ-ধাঁধানো।
বিচ-ওয়্যার ফটোশ্যুটে হেয়ারস্টাইলও হতে হবে যথোপযুক্ত। এই ছবিতে সাদা সাঁতার-পোশাক, জলে সদ্য ডুব দিয়ে উঠেছেন নায়িকা, চুল ব্যাকব্রাশ করে জেল দিয়ে সেট করা। শরীর চুঁয়ে যেন ঝরে পড়ছে মুক্তোবিন্দু।
বিভিন্ন ধরণের পোশাকের মত বিচ-ওয়্যারেও পরীক্ষা নিরীক্ষা করতে পছন্দ করেন ক্যাট। কাট, স্টাইল, রঙ -সবেতেই তিনি সমান স্বচ্ছন্দ।
শুধু বিকিনিই নয়, মনোকিনিও পছন্দ ক্যাটরিনার। জলের পাশে মনোকিনি ফটোশ্যুটেও উজ্জ্বল নায়িকা।
ক্যাটরিনার যৌন আবেদন নিয়ে নতুন করে কিছু বলার নেই। সমসাময়িক নায়িকাদের তুলনায় তিনি দৌড়ে বেশ অনেকটাই এগিয়ে। কালো বিকিনিতে আবেদনময়ী নায়িকা।
বিকিনিই শুধু নয়, তার কভার-আপ নির্বাচনেও ক্যাটরিনার জুড়ি মেলা ভার। বিকিনি কভার-আপও যে নান্দনিক আর স্টাইলিশ হতে পারে, এই ছবি দুটোই তার প্রমাণ।
নীল ক্যাটের প্রিয় রঙ। নীল জল, নীল আকাশ আর ঘন নীল সাঁতার পোশাকে হৃদয়ে ঝড় উঠে না!