Katwa: অস্টিওপোরেসিসে ক্ষয়ে যাচ্ছে শিরদাঁড়া, অসহ্য যন্ত্রণায় নিজেই গলায় হাঁসুয়া....
সন্দীপ ঘোষ চৌধুরী: অস্টিওপোরেসিসের অসহ্য যন্ত্রণা। সেই থেকে মুক্তি পেতে হাঁসুয়া দিয়েই নিজেই নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা প্রৌঢ়ার। নদীয়া জেলার কালীগঞ্জ থানার কান্দিপুর গ্রামের ঘটনা।
গুরুতর জখম ভারতী দে(৫৮)-কে তাঁর আত্মীয়-স্বজনরা প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। কাটোয়া মহকুমা হাসপাতালের চিকিৎসক ভারতী দে-র প্রাথমিক চিকিৎসা করেন।
তারপর আঘাত গুরুতর হওয়ায় ভারতী দে-কে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার কর দেওয়া হয়।
ভারতী দে-র ছেলে বাপি দে জানিয়েছেন, মাস ছয়েক ধরেই অস্টিওপোরেসিসের ফলে শিরদাঁড়ার দু-পাশের হাড় ক্ষয়ে যাচ্ছে বলে যন্ত্রণা হত। সেই যন্ত্রণা থেকে রেহাই পেতেই মা আত্মহত্যা করতে নিজেই গলায় হাঁসুয়া চালিয়েছে।
তবে হাঁসুয়ায় আঘাতে ভোকাল কর্ডের কোনও ক্ষতি হয়নি। যদিও অনেক শিরা-উপশিরায় আঘাত লেগেছে। বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।