Kaushambi-Adrit Mehendi: ‘রং ইশক কা’, আদৃতের নামে হাতজোড়া মেহেন্দি কৌশাম্বীর! আজই বিয়ের পিঁড়িতে `দিদিয়া-ভাই`...

SUDESHNA PAUL Thu, 09 May 2024-3:55 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিন্দুকদের মুখে ছাই দিয়ে আজ বৃহস্পতিবারই বাজতে চলেছে বিয়ের সানাই। চার হাত এক হতে চলেছে কৌশাম্বি-আদৃতের। 

 

আর তার আগে বুধবার রাতে আইবুড়ো ভাত ও মেহেন্দির ছবি শেয়ার করলেন অভিনেত্রী। রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে আপলোড করেন মেহেন্দি পরা হাতের ছবি। 

 

কনুই অবধি মেহেন্দি পরেছেন দু-হাতে। ছবির ক্য়াপশনে লিখেছেন, ‘রং ইশক কা’! ওদিকে বুধবার দুপুরে সমস্ত নিয়ম মেনে খান আইবুড়ো ভাতও। 

 

সোনালি ব্লাউজের সঙ্গে গোলাপি  শাড়িতে সেজেছিলেন হবু কনে। সঙ্গে হাতে মানতাসা, গলায় ও কানে মুক্তোর গয়না। নাকে মহারাষ্ট্র স্টাইলের নথের সঙ্গে কোমরবন্ধও পরেছিলেন। 

মাথায় লাগিয়েছিলেন একটি ফুলের কাঁটাও। নেটিজেনরা বলছে, 'বিয়ের জল গায়ে পড়তেই রূপ যেন আরও খোলতাই!'

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link