সাক্ষাতে কেসিআর বললেন সুখবর আছে, চুপ রইলেন মমতা

Sourav Paul Mon, 24 Dec 2018-8:05 pm,

জোটবার্তা নিয়ে নবান্নে এলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও। দেখা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। 

সোমাবার বিকেল চারটে নাগাদ নবান্নে এসে পৌঁছন তেলেঙ্গানার সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী কেসিআর। তাঁকে স্বাগত জানাতে নিজের ঘর থেকে নেমে আসেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দুই মুখ্যমন্ত্রীর মধ্যে সৌজন্য বিনিময় হয়। কেসিআর ও মমতা বন্দ্যোপাধ্যায়, দুজনই দুজনকে সংবর্ধিত করেন। 

এরপর কেসিআর-কে নিয়ে নিজের ঘরে চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রায় ঘণ্টাখানেকের বৈঠক সারেন এই দুই নেতা। 

মূলত জোট নিয়েই আলোচনা হয় তাদের মধ্যে। সূত্রের খবর, কেসিআর অ-বিজেপি এবং অ-কংগ্রেসি জোটের পক্ষে সওয়াল করেন। লোকসভা ভোটার আগে জোট নিয়ে নিজের অবস্থান ব্যক্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

বৈঠক শেষে সাংবাদিকদের সামনে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী জানান, “জাতীয় ও পারষ্পরিক রাজনৈতিক স্বার্থ নিয়েই কথা হয়েছে।” তিনি অ-বিজেপি এবং অ-কংগ্রেসি জোটের কথা বলেছেন। তবে এই আলোচনা প্রসঙ্গে কোনও মন্তব্যই করেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link