LPG Price: গ্যাস সিলিন্ডার মাত্র ৪০০ টাকায়, ১৫ লাখের বিমা! ভোটের মুখে ঢালাও প্রতিশ্রুতি

Sun, 15 Oct 2023-7:56 pm,

নভেম্বরে বিধানসভা নির্বাচনের আগে ঢালাও প্রতিশ্রুতি দিয়ে দিলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও(কেসিআর)। সবচেয়ে বড় চমক তাঁর গ্যাসের দামে। এখানেই শেষ নয়, ভারত রাষ্ট্র সমিতি তার নির্বাচনী ইস্তেহারে ১৫ লাখ টাকার বিমা দেওয়ার কথাও জানিয়েছে।

কৃষকদের জন্য অনুদান, পেনশনের কথাও বলা হয়েছে ওই ইস্তাহারে। গ্যাস সিলিন্ডারের দাম এক ধাপে নামিয়ে ৪০০ টাকা করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইস্তেহারে। তবে তা দেওয়া হবে বিপিএল ও সাংবাদিকদের।

রাও জানিয়েছেন রাজ্যের গরিব মানুষের সামাজিক সুরক্ষা যোজনায় মাসিক ২০১৬ টাকার পরিবর্তে দেওয়া হবে ৫ হাজার টাকা। প্রথম বছর তার বাড়িয়ে করা হবে ৩০১৬ টাকা। তার পর পাঁচ বছরে ধাপে ধাপে বাড়িয়ে করা হবে ৫ হাজার।

শারীরিকভাবে অক্ষম মানুষজনকে মাসে দেওয়া হবে ৬ হাজার টাকা। এভাবে মোট ৫ লাখ ৩৫ হাজার মানুষ পাবেন ওই টাকা।

সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য ১১৯টি স্কুপল তৈরি করে দেওয়া হবে। কৃষকদের প্রতি একরের জন্য ১৬ হাজার টাকা অনুদান দেওয়া হবে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link