বড় ধাক্কা, বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন না ভারতীয় তারকা
আইপিএল চলাকালীন কাঁধে চোট পেয়েছিলেন। কাঁধে হাত দিয়ে, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছিলেন তিনি। এর পর বিশ্বকাপের কথা মাথায় রেখে তাঁকে আর বাকি ম্যাচগুলোতে নামতে দেওয়া হয়নি। যদিও তাঁর কাঁধের চোট নিয়ে চিন্তা ছিল।
এখন জানা যাচ্ছে, কেদার যাদব বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন না। ম্যাচ ফিট হলে তিনি খেলতে পারেন দ্বিতীয় ম্যাচে।
বিশ্বকাপের আগে দুটি ওয়ার্ম-আপ ম্যাচে খেলতে পারবেন না কেদার। ভারতীয় ক্রিকেট দলের ফিজিও প্যাট্রিক ফারহাত তাঁর ফিটনেসের দিকে নজর রেখেছেন।
সম্পূর্ণ ফিট হয়ে উঠতে কেদারের আরও কিছুদিন সময় লাগবে বলে জানা গিয়েছে। এদিকে, ২২ মে ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়ে যাবে ভারতীয় দল।
কেদার যাদবের বদলি হিসাবে অক্ষর প্যাটেল ও অম্বাতি রায়াড়ুকে ভাবতে শুরু করেছিলেন নির্বাচকরা। তবে আগের থেকে এখন চোটের অবস্থা কিছুটা ভাল রয়েছে কেদারের।