Omicron এড়াতে বাড়িতে হাতের কাছেই রাখুন এই জিনিসগুলি
বাড়িতে হাতের কাছে রাখুন থার্মোমিটার। এই থার্মোমিটার কারও শরীরে স্পর্শ করানোর দরকার নেই। দামও সাধ্যের মধ্যে।
আর একটি জরুরি গ্যাজেট হল-- অক্সিমিটার। কোভিড-পর্বে এটা একটা জরুরি উপকরণ হয়ে দাঁড়িয়েছে। এই যন্ত্রটি রক্তে অক্সিজেনের পরিমাণ মাপে, মাপে পালস রেটও। ৫০০ থেকে ২,৫০০ টাকার মধ্যে দাম।
ব্লাড প্রেসার মাপার মেশিনও এই কোভিড-পর্বে রাখা দরকার হাতের কাছেই। এতে কারও রক্তচাপ পরিমাপ করা অতি সহজ। এর দাম মোটামুটি ৩ হাজার টাকার মতো।
করোনায় আক্রান্ত রোগীদের ক্ষেত্রে সব চেয়ে সঙ্কটপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় অক্সিজেন। কোভিডের দ্বিতীয় স্রোতে এটা দেশ দেখেছে। ফলে এই অবস্থা মোকাবিলার জন্য আগে থেকেই প্রস্তুতি জরুরি। এক্ষেত্রে একটি অক্সিজেন কনসেনট্রেটর হতে পারে সব সমস্যা নিরসনকারী।
আর একটি জরুরি জিনিস হল একটি কেস। এটি একটি আধার বা পাত্র যাতে আপনি আপনার স্মার্ট ফোনকে জীবাণুমুক্ত করতে পারেন। এটি বিভিন্ন আকারে পাওয়া যায়। বাইরে থেকে ফিরে এতে অনেক খুচখাচ জিনিসই জীবাণুমুক্ত করে নেওয়া যাবে। খুবই কার্যকরী বিষয়।