সনাতনীদের পবিত্র চিহ্ন `স্বস্তিকা`কে অপমানে অভিযুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী
একটি ব্যঙ্গচিত্র টুইট করে বিতর্কে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সনাতনী সংস্কৃতির 'স্বস্তিক' চিহ্নকে অপমান করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
কেজরিওয়াল একটি ছবি টুইট করেন। লেখেন, এটা একজনের কাছ থেকে পেলাম। ছবিতে দেখা যাচ্ছে, 'স্বস্তিকা' চিহ্নের পিছনে ঝাড়ু হাতে ধাওয়া করছে এক ব্যক্তি।
তাদের দাবি, এটা স্বস্তিক। হাজার হাজার বছর ধরে চলে আসছে। স্বস্তিকা একটি সংস্কৃত শব্দ। সু (অভ) অস্তি (অস্তিত্ব) ও কা (তৈরি)। বিভিন্ন শুভকাজে স্বস্তিকার ব্যবহার করা হয়।
তবে কেজরিওয়ালের অনুগামীদের দাবি, মোদীর বিরুদ্ধে হিটলারি শাসনের অভিযোগ তুলে নাত্সিদের চিহ্নকে ব্যবহার করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। অযথা বিষয়টি নিয়ে ধর্মীয় সুড়সুড়ির রাজনীতি করছে বিজেপি। পাল্টা এই চিহ্নের ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছে আর পক্ষ। তাদের যুক্তি, পশ্চিমী দেশে হলেও ঠিক ছিল, কিন্তু ভারতে এই চিহ্ন ব্যবহারের অর্থ কী?
টুইটারে কেউ অভিযোগ তুলেছেন, হিন্দুফোবিয়ায় ভুগছেন অরবিন্দ কেজরিওয়াল। কেউ আবার বলছেন, আপনার লজ্জা হওয়া উচিত। হিন্দুদের ভাবাবেগে আঘাত করছেন। ধর্মনিরপেক্ষ দেশের মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতাই নেই আপনার।