নাসার উপগ্রহচিত্রে স্পষ্ট হল কেরলের ধ্বংসের ছবি
ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে বন্যাবিধ্বস্ত কেরল। শতাব্দীর সবচেয়ে ধ্বংসাত্মক বন্যার সাক্ষী হয়েছেন কেরলবাসী। থমকে গিয়েছে জনজীবন।
বন্যার আগে ও পরে কেরলের ছবি পাঠাল নাসার উপগ্রহ। সেই ছবি প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা।
ছবিতে ফারাক স্পষ্ট চোখে পড়ছে। আগের ছবিটি তোলা হয়েছে গত ৬ ফেব্রুয়ারি। ল্যান্ডস্যাট ৮ উপগ্রহ ছবিটি তুলেছে।
বন্যার পর কেরলের ছবি তুলেছে ইউরোপীয়ান স্পেস এজেন্সির সেন্টিনেল-২ উপগ্রহ।
ছবিতে দুটি নীল রঙের ফারাক চোখে পড়েছে। পরের ছবিকে নীল রংটি অনেক বেশি জায়গা জুড়ে রয়েছে।
কেরলে বন্যার জেরে ত্রাণ শিবিরে রয়েছেন ৩.২৬ লক্ষ মানুষ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ৩২২ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই ৫০০ কোটি টাকা অর্থ সাহায্য দিয়েছে প্রধানমন্ত্রীর দফতর। প্রতিশ্রুতিমতো আরও ১০০ কোটি টাকা দিয়েছে রাজনাথ সিংয়ের স্বরাষ্ট্রমন্ত্রক।