বাংলার ছেলের থেকে হিন্দি শিখে করোনা নিয়ে সচেতন করলেন পিটারসন
ভারতের সঙ্গে তাঁর বহুপুরনো সম্পর্ক। তাই ভারতের কোনও বন্ধুর কাছ থেকে হিন্দি শিখে ফেলা তাঁর কাছে কোনও বড় ব্যাপার নয়। কেভিন পিটারসেন কিন্তু হিন্দি শেখার জন্য বেছে নিলেন বাংলার ছেলেকে।
সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এই মারণ ভাইরাসের হাত থেকে বাঁচার উপায় হিসাবে ঘরে থাকার নির্দেশিকা জারি করেছে বিভিন্ন দেশের সরকার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ১৪ ঘণ্টার জনতা কার্ফুর আহ্বান জানিয়েছেন। আর কোহলি থেকে কেভিন পিটারসেন, অনেকেই এই সিদ্ধান্ত সমর্থন করেছেন।
কেভিন পিটারসেন লিখলেন, নমস্তে ইন্ডিয়া। করোনাভাইরাসকে হারানোর জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা সবাই যেন আমাদের সরকারের নির্দেশ পালন করি! কটা দিন যেন সবাই ঘরে থাকি। এই সময় সতর্ক থাকতে হবে। আপনাদের সবাইকে ভালবাসা। কেপি এতগুলো কথা লিখলেন হিন্দিতে।
নিজের হিন্দি শিক্ষকের কথাও উল্লেখ করলেন কেপি। জানালেন, তাঁর হিন্দি শিক্ষক বাংলার ক্রিকেটার শ্রীবত্স গোস্বামী।
সারা বিশ্বে একের পর টুর্নামেন্ট স্থগিত হয়েছে। কোপা থেকে শুরু করে ইউরো, এমনকী আইপিএল পর্যন্ত স্থগিত হয়েছে। করোনার থাবা পড়েছে ক্রীড়াবিশ্বে। বহু ক্রীড়াবিদ মারণভাইরাসে আক্রান্ত হয়েছেন। এমন সময় অনেক তারকাই সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। এবার কেপিও সেই দলে নাম লেখালেন।