``খেলাধূলোয় এসো না, বরং বেকারির ব্যবসা করো``, বাচ্চাদের পরামর্শ নিউ জিল্যান্ডের তারকার
এর আগেও নিজের অনুভূতি একাধিকবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন তিনি। কিন্তু এতটা হতাশ কখনও শোনায়নি তাঁকে। বিশ্বকাপ ফাইনালে হারের পর মুষড়ে পড়েছে গোটা নিউ জিল্যান্ড দল। জিমি নিশানও ভেঙে পড়েছেন।
কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছিলেন, খেতাবের এতটা কাছে এসে এভাবে হারটা মেনে নেওয়া কষ্টকর। জিমি নিশানেও বক্তবও একই। আসলে বাউন্ডারি কাউন্ট-এর বিচারে হারটা মেনে নিতে পারছে না নিউ জিল্যান্ড।
জিমি নিশান এতটাই হতাশ যে তিনি বাচ্চাদের খেলাধূলায় আসতে বারণ করছেন। বাচ্চাদের বেকারির ব্যবসা করার উপদেশ দিচ্ছেন তিনি।
''বাচ্চারা তোমরা খেলাধুলায় এসো না। বেকারি অথবা অন্য কিছু শুরু করো। ষাট বছর বয়সে খুশি ও মোটা থেকে মারা যেতে পারবে।'' এমনটাই লিখলেন নিশাম।
Kids, don’t take up sport. Take up baking or something. Die at 60 really fat and happy.
— Jimmy Neesham (@JimmyNeesh) July 15, 2019
পর পর দুটি বিশ্বকাপ ফাইনালে হার। নিশামদের এমন হতাশা স্বাভাবিক। তবে তাঁকে স্বান্ত্বনা দিতে এগিয়ে এলেন ক্রিকেট সমর্থকরা।