মৃত্যুর জল্পনা উড়িয়ে সামনে আসা কিম আসল না নকল? দানা বাঁধছে নতুন রহস্য!
টানা প্রায় ৩ সপ্তাহ দেখাই মিলছিল না উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের। প্রথমটায় শোয়া যায়, তিনি গুরুতর অসুস্থ। এর পর সামনে আসে তাঁর মৃত্যুর ‘খবর’ও।
কিম জং উনের মৃত্যু নিয়ে জল্পনা যখন ক্রমশ জোরালো হতে শুরু করেছে, তখনই মে দিবস উপলক্ষে প্রকাশ্যে এলেন তিনি! এই ঘটনায় অনেকেই খুব অবাক হয়েছিলেন। প্রশ্ন উঠেছিল, কেন টানা প্রায় ৩ সপ্তাহ অজ্ঞাতবাসে কাটালেন উত্তর কোরিয়ার শাসক?
কিম জং উনের দীর্ঘ অজ্ঞাতবাস নিয়ে যখন নানা জল্পনা শুরু হয়েছে, সেই সময় সোশ্যাল মিডিয়া পোস্টে চিনা ব্লগারের দাবি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নেট দুনিয়ায়!
নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে চিনা ব্লগার জেনিফার জেং প্রশ্ন তুলেছেন, মে দিবসে যিনি প্রকাশ্যে এসেছেন তিনি কি আদৌ কিম জং উন! জেনিফার জেং-এর দাবি, ১ মে সামনে আসা কিমের দাঁতের আকার, কানের গড়ন, চুল বা ঠোঁটের উপরে কিউপিড বো সম্পূর্ণ আলাদা!
চিনা ব্লগারের এই দাবির পর অনেকেই মনে করছেন, হিটলার, জোসেফ স্টালিন, সাদ্দাম হুসেনদের মতো একনায়কদের ‘বডি ডবল’ ছিল। উত্তর কোরিয়ার শাসক কিম জং উনেরও হয়তো এমনই ‘বডি ডবল’ রয়েছে। বিশ্বজুড়ে তাঁকে নিয়ে চলা জল্পনায় জল ঢালতেই কিমের ‘বডি ডবল’কে এখন সামনে আনা হয়েছে। তবে কিম মৃত না অজ্ঞাতবাসে, তা নিয়ে ধোঁয়াশা থেকেই গেল!