Forbes-র ১০০ প্রভাবশালী মহিলার তালিকায় সীতারমন-কিরণ মজুমদার শ
Forbes এর ১০০ প্রভাবশালী মহিলার তালিকায় ভারতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। তালিকায় রয়েছে মার্কিন উপরাষ্ট্রপতি নির্বাচিত কমলা হ্যারিস, জার্মান চান্সেলর অ্যাঙ্গেলা মর্কেলের মতো বিশিষ্টরাও।
Forbes এর তালিকায় রয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, বায়োকনের প্রতিষ্ঠাতা কিরণ মজুমদার শ, HCL-এর সিইও রোশনি নাদার মালহোত্রা।
এনিয়ে টানা ১০ বার Forbes এক প্রভাবশালী মহিলাদের তালিকায় রয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মর্কেল।
Forbes এর তরফে জানানো হয়েছে এবার তালিকায় রয়েছেন দশ দেশের প্রধান, ৩৮ জন সিইও। এদের সবার কাজের ক্ষেত্রে আলাদা। কিন্তু সবাই নিজ ক্ষেত্রে অত্যন্ত প্রভাবশালী।
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন রয়েছেন ৪১তম স্থানে, রোশনি নাদার মালহোত্রা রয়েছেন ৫৫তম স্থানে। অন্যদিকে, কিরণ মজুমদার শ রয়েছেন ৬৮তম স্থানে ও ল্যান্ডমার্ক গ্রুপের প্রধান রেনুকা জগতিয়ানি রয়েছেন ৯৮তম স্থানে।
-ছবিতে রোশনি নাদার মালহোত্রা