Kishore Kumarর অন্তিম ইচ্ছে ছিল যেন এই খান্ডোয়াতেই তাঁকে দাহ করা হয়
নিজস্ব প্রতিবেদন: ১৯২৯ সালের ৪ঠা অগাস্ট মধ্যপ্রদেশের খান্ডোয়ার এক বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন কিংবদন্তী কিশোর কুমার (Kishore Kumar)।
কিশোর কুমারের অন্যতম পছন্দের খাবার ছিল জিলিপি। তাই প্রতিবছর খান্ডোয়াতে জন্মদিনে তাঁর সমাধির সামনে জিলিপি রাখা হয়। এ বছরও তার অন্যথা হয়নি।
কিশোর কুমারের ছোটবেলা কাটে এই বাড়িতেই। চারিদিকে আজও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিশোরের শৈশবের সেইসব স্মৃতি।
কিশোর কুমারের অন্তিম ইচ্ছে ছিল যেন তাঁর পার্থিব শরীর খান্ডোয়াতেই দাহ করা হয়। তাঁর অন্তিম ইচ্ছা শুনেই বোঝা যায় খান্ডোয়ার প্রতি তাঁর নাড়ির টান।
কিশোরকুমারের বাসভূমিতে দুকোটিরও বেশি টাকা ব্যয় করে তাঁর সমাধি ও স্মারক তৈরি করেছে মধ্যপ্রদেশ সরকার ও খান্ডোয়া নগরনিগম ।
এই বাড়িতে কেটেছিল তাঁর শৈশব। কিশোর কুমারের স্মরণে তাঁর জন্মবার্ষিকীতে "কিশোর সম্মান" প্রদান করে মধ্যপ্রদেশ সরকার। অভিনয় ও গানের জগতের বিভিন্ন শিল্পীদের হাতে তুলে দেওয়া হয় মানপত্র ও আর্থিক পুরস্কার।