কিস অফ গড: ম্যাচের আগে মারাদোনাকে চুমু খেয়ে খেতাব জিতলেন তেভেজ
'হ্যান্ড অফ গড'-এর পর এবার 'কিস অফ গড'। তোলপাড় ফুটবল বিশ্ব।
আর্জেন্টিনার ঘরোয়া লিগে মরশুমের শেষ ম্যাচে জিমনেসিয়ামের মুখোমুখি হয়েছিল বোকা জুনিয়ার্স। আর সেই ম্যাচ শুরু হওয়ার আগেই মারাদোনাকে আচমকাই চুমু খেলেন বোকা জুনিয়ার্সের কার্লোস তেভেজ।
লিগে রিভারপ্লেটের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে ছিল বোকা জুনিয়ার্স। জেতা ছাড়া কোনও উপায় ছিল না তাদের। শেষ পর্যন্ত কার্লোস তেভেজের গোলেই ম্যাচ জিতে নেয় বোকা জুনিয়ার্স।
একই সঙ্গে ৩৪ তম লিগ খেতাব জিতে নেয় বোকা জুনিয়র্স।
ম্যাচ শেষে তেভেজ জানান, "দিয়েগোকে চুমু খাওয়া উচিত্। এতেই আমার ভাগ্য খুলবে।"