IPL 2019 : প্লে-অফ খেলতে পারে কলকাতা! জেনে নিন কীভাবে
টানা ছয় ম্যাচে হারের পর শেষ পর্যন্ত জয়ের মুখ দেখেছে কলকাতা। রবিবার ইডেনে মুম্বইয়ের বিরুদ্ধে জিতে আবার যেন প্লে-অফে ওঠার লড়াইয়ে ভেসে উঠেছে দীনেশ কার্তিকের দল।
প্লে-অফের আগে আরও দুটি ম্যাচ খেলব কলকাতা। আর সেই দুটি ম্যাচ অবশ্য জিততে হবে। হারলে প্লে-অফের কোয়ালিফাই করার যে ক্ষীণ আশা তৈরি হয়েছে সেটিও শেষ হয়ে যাবে।
কলকাতাকে অবশ্য তাকিয়ে থাকতে হবে হায়দরাবাদের দিকে। তাদের এখনও তিনটি ম্যাচ বাকি। যার মধ্যে দুটি হারলে কলকাতার ভাগ্য খুলবে।
আজ হায়দরাবাদ-পাঞ্জাব ম্যাচের দিকে তাকিয়ে থাকবে কলকাতা। আজ ওই ম্য়াচে যে দল জিতবে তাদের হবে ১২ পয়েন্ট। পরের ম্য়াচে পাঞ্জাব আবার খেলবে কলকাতার বিরুদ্ধে। সেই ম্য়াচে জিতলে কলকাতার প্লে-অফে যাওয়ার সম্ভাবনা থাকবে।
পাঞ্জাব ও হায়দরাবাদ এর পর একটি ম্যাচও জিতলে কলকাতার আশা কমতে থাকবে। অন্যদিকে, রাজস্থান একটির বেশি ম্য়াচ জিতলেও কলকাতার প্লে-অফের রাস্তা দুর্গম হয়ে পড়বে।