EXPLAINED | KKR IPL 2025 Full Squad: বিধ্বংসী ব্যাটার থেকে এক্সপ্রেস পেসার, আগুনে ২১ নাইট চূড়ান্ত! কেমন হল কলকাতার দল?
সৌদি আরবের জেদ্দায় হয়ে গেল দু'দিন ব্য়পী আইপিএল মেগা নিলামের আসর । ৫৭৪ জন ক্রিকেটার নিলামে উঠেছিলেন। ৩৬৬ জন ভারতীয় ও ২০৮ জন বিদেশির ভাগ্য় নির্ধারণ ছিল। ৪৮ জন ক্যাপড ও ৩১৮ জন আনক্যাপড ভারতীয় খেলোয়াড় ছিলেন তালিকায়। এবং ১২ জন আনক্যাপড বিদেশি খেলোয়াড়ও ছিলেন। ক্যাপড বিদেশি ১৯৩ জন ও আনক্যাপড বিদেশি ছিলেন ১২ জন। অ্যাসোসিয়েট দেশের ৩ জন খেলোয়াড়ও ছিলেন তালিকায়। কলকাতা নাইট রাইডার্সও নিলামে মনের মতো দল গড়ে নিল
নিলামের আগে সুনীল নারিন, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা ও রমনদীপ সিংকে ধরে রেখেছিল শাহরুখ খানের টিম। কেকেআর ৫১ কোটি টাকা নিয়ে বাজার করতে নেমে ১৫ জন ক্রিকেটারকে কিনল। রয়েছে রোভম্য়ান পাওয়েল, কুইন্টন ডি কক, অজিঙ্কা রাহানে ও মঈন আলির মতো নাম। উমরান মালিক ও স্পেনসার জনসনও এবার কেকেআরে।
রিঙ্কু সিংকে ১৩ কোটি টাকায় ধরে রেখেছিল কেকেআর
বরুণ চক্রবর্তীকে ১২ কোটি টাকায় ধরে রেখেছিল কেকেআর
সুনীল নারিনকে ১২ কোটি টাকায় ধরে রেখেছিল কেকেআর
আন্দ্রে রাসেলকে ১২ কোটি টাকায় ধরে রেখেছিল কেকেআর
হর্ষিত রানাকে ৪ কোটি টাকায় ধরে রেখেছিল কেকেআর
রমণদীপ সিংকে ৪ কোটি টাকায় ধরে রেখেছিল কেকেআর
ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দিয়েও কেকেআর রেকর্ড ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনল
কুইন্টন ডি কককে ৩ কোটি ৬০ লক্ষ টাকায় কিনল কেকেআর
রহমানুল্লাহ গুরবাজকে ছেড়ে দিয়েও ২ কোটি টাকায় কিনল কেকেআর
অ্য়ানরিখ নোকিয়াকে ৬ কোটি ৫০ লক্ষ টাকায় কিনল কেকেআর
অঙ্গকৃশ রঘুবংশীকে ছেড়ে দিয়েও ৩ কোটি টাকায় কিনল কেকেআর
বৈভব অরোরাকে ছেড়ে দিয়েও ১ কোটি ৮০ লক্ষ টাকায় কিনল কেকেআর
ময়াঙ্ক মার্কান্ডেকে ৩০ লাখে কিনল কেকেআর
রোভম্য়ান পাওয়েলকে ১ কোটি ৫০ লাখে কিনল কেকেআর
মণীশ পান্ডেকে ৭৫ লাখে কিনল কেকেআর
অজি পেসার স্পেনসার জনসনকে ২ কোটি ৮০ লাখ টাকায় কিনল কেকেআর
লুভনিথ সিসোদিয়াকে ৩০ লাখ টাকায় কিনল কেকেআর
অজিঙ্কা রাহানেকে ১ কোটি ৫০ লক্ষ টাকায় কিনল কেকেআর
অনুকূল রয়কে ৪০ লাখ টাকায় নিল কেকেআর
মঈন আলিকে ২ কোটি টাকায় নিল কেকেআর
উমরান মালিককে ৭৫ লাখ টাকায় নিল কেকেআর