তিন ওভারে ৪৯ রান দেওয়া কলকাতার পেসারের একেকটি ডেলিভারির দাম প্রায় ৫ লাখ টাকা!
প্রথম ওভারে ১৫। দ্বিতীয় ওভারেও তাই। তিন ওভার বোলিং করে দিলেন ৪৯ রান। এর পরই আইপিএলের সব থেকে দামি ক্রিকেটার প্যাট কাম্নিসের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠে গেল।
মুম্বইয়ের বিরুদ্ধে কামিন্সকে দিয়ে আর চার ওভার বোলিং করানোর সাহস দেখালেন না কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। কেকেআরের দামি পেসারকে যেন আকাশ থেকে মাটিতে নামিয়ে দিয়েছেন রোহিত শর্মা।
কামিন্সকে দলে নিতে এবার কেকেআরের খরচ হয়েছে সাড়ে ১৫ কোটি টাকা। অর্থাত্ ম্যাচ প্রতি তাঁর জন্য কলকাতা ফ্র্যাঞ্চাইজির খরচ হচ্ছে প্রায় কোটি টাকা।
আইপিএলের গ্রুপ পর্বে কলকাতার বাকি ১৪টি ম্যাচে পুরো ৫২ ওভার যদি বোলিং করেন, তাহলে কামিন্সকে করতে হবে ৫৬ ওভার। অর্থাত ৩৩০টি ডেলিভারি। তাঁর একেকটি ডেলিভারির মূল্য দাঁড়ায় প্রায় ৫ লাখ টাকা।
মুম্বইয়ের বিরুদ্ধে কামিন্স শুধু ব্যর্থ বললে হয়তো কম বলা হবে। বলতে হবে ফেল। এখন দেখার বাকি ম্যাচগুলিতে তিনি তাঁর নাম ও পাওয়া অর্থের সঙ্গে সুবিচার করতে পারেন কি না!